এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির ইশতেহার নিয়ে কটাক্ষ মমতার, জেনে নিন

বিজেপির ইশতেহার নিয়ে কটাক্ষ মমতার, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –হাতি আর কয়েকটা দিন বাকি। তারপরেই পশ্চিমবঙ্গের প্রথম দফার বিধানসভা নির্বাচন শুরু হয়ে যাবে। তার আগে ইশতেহার প্রকাশের মধ্যে দিয়ে একদল অপর দলকে টেক্কা দিতে রীতিমত মরিয়া হয়ে উঠেছে। তৃণমূলের পক্ষ থেকে দশটি অঙ্গীকারকে সামনে রেখে ইশতেহার প্রকাশ করা হয়েছে। আর তারপরেই সম্প্রতি বিজেপির সর্বভারতীয় নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে বিজেপির পক্ষ থেকে সংকল্প পত্র প্রকাশ করা হয়েছে।

যেখানে মহিলাদের স্বনির্ভর করা সহ সরকারি চাকুরিতে 33 শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে। আর এরপরই সেই ইশতেহারকে কড়া ভাষায় আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। যেখানে তৃণমূলের নকল করে বিজেপি তাদের ইশতেহার প্রকাশ করেছে বলে দাবি করা হয়েছে। আর এবার প্রকাশ্য জনসভা থেকে বিজেপির ইশতেহারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আজ পুরুলিয়ার পাড়া বিধানসভায় নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বিজেপির ইশতেহার প্রসঙ্গে প্রশ্ন ছুড়ে দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, “বিজেপি মহিলাদের সম্মান করে না। বিজ্ঞাপনের জন্য অনেক কিছু করার কথা বলছে। কিন্তু আদতে কিছু করবে না। কাউকে কিছু দেবে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ তৃণমূল নেত্রী নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের মন জয়ের চেষ্টা করছে।বিশ্লেষকরা বলছেন, বিজেপি প্রার্থী চয়ন থেকে শুরু করে প্রচার, এমনকি সম্প্রতি ইশতেহার প্রকাশ করেও তৃণমূলকে কিছুটা ব্যাকফুটে ফেলে দিয়েছে। বিজেপির ইশতেহারে যে সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে, তা কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

যদি ক্ষমতায় আসার আগে বিজেপি ইস্তেহার প্রকাশ করে মানুষের বিশ্বাস অর্জন করতে পারে, তাহলে ভোটবাক্সে এই ইশতেহার এবং প্রতিশ্রুতি তাদের অনেকটা মাইলেজ পাইয়ে দেবে বলেই মনে করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে কিছুটা চাপে পড়েই যে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপি প্রতিশ্রুতি মিথ্যে বলে দাবি করলেন, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!