এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মন্ত্রীসভার রদবদলে পাহাড়ের বিজেপি সাংসদ জায়গা না পাওয়ায় ব্যাপক ক্ষোভপ্রকাশ এলাকার বিধায়কের, তীব্র গুঞ্জন

মন্ত্রীসভার রদবদলে পাহাড়ের বিজেপি সাংসদ জায়গা না পাওয়ায় ব্যাপক ক্ষোভপ্রকাশ এলাকার বিধায়কের, তীব্র গুঞ্জন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রীয় মন্ত্রীসভায় রদবদল নিয়ে বিজেপির বিভিন্ন মহলে ক্ষোভ জমছে বলে ইতিমধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে। বাংলা থেকে চারজন কেন্দ্রীয় মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন। কিন্তু তা সত্ত্বেও এ রাজ্যেও ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে, তার মধ্যে পাহাড় অন্যতম। বরাবরই পাহাড়ে বিজেপি নিজের ক্ষমতা প্রদর্শন করে আসছে। এখনো পর্যন্ত পাহাড়ের ক্ষমতা ধরে রেখেছে গেরুয়া শিবির। কিন্তু তা সত্ত্বেও সেখানকার সাংসদ রাজু সিং বিস্তা এবারেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেলেননা। আর তাই নিয়েই ব্যাপক ক্ষোভ প্রকাশ করছেন পাহাড়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্বা। ইতিমধ্যেই তিনি তাঁর অসন্তোষ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীকে চিঠি লিখে।

কার্যত নীরজের কথায় উঠে এসেছে গোটা গোর্খা জনজাতির আদর্শ রাজু সিং বিস্তা কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা না পাওয়ায় অত্যন্ত হতাশ হয়েছে পাহাড়ের গোর্খা জনজাতি। প্রসঙ্গত, 2019 এ দার্জিলিং আসনের উপনির্বাচনে বিজেপি টিকিটে জয় পান নীরজ জিম্বা। এরপর 2021 এও তিনি বিজেপির হয়ে জয়লাভ করেন। যদিও নীরজ জিম্বা জিএনএলএফের হয়েই কাজ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জিম্বা এদিন জানিয়েছেন, মন্ত্রীসভার রদবদলে রাজু সিং বিস্তার জায়গা না হওয়ায় দার্জিলিংয়ের মানুষের মনে কিন্তু ব্যাপক ক্ষোভ জমছে। রাজু সিং বিস্তার প্রশংসায় এদিন পঞ্চমুখ হয়েছেন পাহাড়ের বিজেপি বিধায়ক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, এলাকার উন্নয়নের কাজ করে যাচ্ছেন রাজু সিং বিস্তা 2009 থেকে, সেসময় থেকেই তিনি সাংসদ রয়েছেন। দার্জিলিং জেলার সবকটি আসন বিজেপি জিতেছে তাঁর হাত ধরে। পাশাপাশি তরাই ডুয়ার্স অঞ্চলেও রাজু সিং বিস্তার প্রভাব রয়েছে। তা সত্ত্বেও তাঁকে মন্ত্রীসভা থেকে কেন বাদ দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে নীরব জিম্বা জানিয়েছেন, বিজেপিকে বিশ্বাস করার ফল কিন্তু ফলছে না পাহাড়ে। এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে তা পালন করা হয়নি। স্পষ্ট করেই বিধায়ক প্রধানমন্ত্রীকে চিঠিতে বলেছেন কোথাও একটা রাজনৈতিক ইচ্ছার অভাব চোখে পড়ছে।

প্রসঙ্গত পাহাড়ের বিজেপি বিধায়কের এই চিঠি রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। পাহাড়ের রাজনীতির পরিপ্রেক্ষিতে এই চিঠি যে অত্যন্ত  গুরুত্বপূর্ণ তা এক কথায় স্বীকার করে নিচ্ছেন বিশেষজ্ঞরা।ইয়। পাহাড় থেকে এর আগে গেরুয়া শিবিরের হাত ধরে ছিলেন যে বিমল গুরুং, তিনিও এখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। এবং তিনিও একই অভিযোগে বিজেপি ছেড়েছিলেন। তাই এই পরিস্থিতিতে পাহাড় সংক্রান্ত সমস্যার সমাধান কি করবে গেরুয়া শিবির? থাকছে বড়সড় প্রশ্ন।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!