এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অর্জুনকে টুপি পড়ানোর চেষ্টা, তৃনমূলের সর্বস্ব জলে! প্রবল উচ্ছ্বসিত বিজেপি!

অর্জুনকে টুপি পড়ানোর চেষ্টা, তৃনমূলের সর্বস্ব জলে! প্রবল উচ্ছ্বসিত বিজেপি!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে অর্জুন সিংহ তৃণমূলের চালাকিটা ধরে ফেলেছেন‌। আর তাতেই ড্যামেজ কন্ট্রোল করেও পার পাচ্ছে না এই রাজ্যের শাসক দল। অর্জুন সিংহের বক্তব্য অনুযায়ী, তাকে নাকি কথা দেওয়া হয়েছিল যে, তাকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের টিকিট দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত সেইখানে পার্থ ভৌমিককে টিকিট দেওয়ার কারণে কিছুটা হলেও হতাশ হয়েছেন অর্জুন সিংহ। তার অভিব্যক্তি থেকে শুরু করে একের পর এক বক্তব্যে স্পষ্ট হয়ে যাচ্ছে যে, তৃণমূল আবার অর্জুন সিংহ যাতে আবার বিজেপিতে না যান বা বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ না করেন ভোটের মুখে, সেই জন্য তাকে বাগে রাখতে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে বলে খবর। তৃণমূলের তরফে নাকি অর্জুন সিংহকে অন্য কোনো পদ দেওয়ার অফার পর্যন্তও দেওয়া হয়েছে। অনেকে তেমনটাই বলছে‌ন। আর এইসব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ সেই অর্জুন সিংহ যে কথা বললেন, তারপর বোঝাই যাচ্ছে যে, তৃণমূলের পদের জন্য তিনি অন্তত লালায়িত হন। কিন্তু কি এমন বললেন অর্জুন সিংহ! যা নিয়ে এত টালমাটাল পরিস্থিতি তৈরি হলো বঙ্গ রাজনীতিতে?

প্রসঙ্গত, এদিন আবার একটি সাংবাদিক বৈঠক করেন অর্জুন সিংহ। আর সেখানেই সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে, আপনাকে অন্য কোনো পদের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে? আপনি কি সেই পদ গ্রহণ করবেন! আর সেই প্রশ্নের উত্তরে অর্জুন সিংহ বলেন, “আমাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটাই তো দেওয়া হলো না। অন্য কিছু নিয়ে কি করব? আমাকে সাংসদের টিকিট দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সেটাই তো দেওয়া হলো না।” একাংশ বলছেন, ঠিক কথাই তো বলেছেন অর্জুন সিংহ। তিনি যদি মিথ্যে কথা বলতেন, তাহলে তো এতদিন তার দলের পক্ষ থেকে তাকে শোকজ পর্যন্ত করা হত। অর্থাৎ তাকে যে মিথ্যে প্রলোভন দেওয়া হয়েছিল এবং মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কারণ এখনও পর্যন্ত অর্জুন সিংহের মন্তব্যের বিরুদ্ধে তার দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে কেউ একটিও শব্দ প্রয়োগ করেননি। আর তার ফলেই বোঝা যাচ্ছে যে, অর্জুন সিংহকে বলা হয়েছিল যে, তাকে কি দেওয়া হবে! কিন্তু শেষ পর্যন্ত তাকে ব্রিগেডের মঞ্চে নিয়ে গিয়ে অপমান ছাড়া আর কিছুই করেনি তৃণমূল নেতৃত্ব। তাই সেটা ভুলে গিয়ে তিনি এখন অন্য পদ নিয়ে তৃণমূলের বড় নেতা হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করবেন, এমন ব্যক্তি আর যাই হোক, অর্জুন সিংহ নন বলেই মনে করছেন একাংশ।

পর্যবেক্ষকদের মতে, এখন তৃণমূলের যে অবস্থা, তাতে তৃণমূলের পোস্ট থাকা মানে চাপে থাকা। তৃণমূল দলের অনেক নেতারাও নিজেদের পদ ছেড়ে দিতে চাইছেন। কারণ এই দুর্নীতিগ্রস্ত দলের সঙ্গে যাদের একটু মেরুদন্ড আছে, যারা একটু সততা নিয়ে রাজনীতি করেন, তারা কেউ থাকতে চাইছেন না। আর সেই জায়গায় দাঁড়িয়ে অর্জুন সিংহ একসময় বিজেপিতে থাকলেও, তিনি আবার তৃণমূল কংগ্রেসে এসেছিলেন এবং তারপর তাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। তৃণমূল্য নেতৃত্বের পক্ষ থেকে তাকে বলা হয়েছিল যে, ব্যারাকপুর থেকে টিকিট দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত তা না দেওয়ার কারণে তৃণমূল কংগ্রেস তার সাথে বেইমানি করেছে। তাই এখন অর্জুন সিংহ আবার বিজেপিতে যুক্ত হতে পারেন বা তৃণমূল ছেড়ে দিতে পারেন, এই ভয় তৃণমূল নেতাদের মধ্যে রয়েছে। আর অর্জুনবাবু তৃণমূল কংগ্রেস ত্যাগ করলে ব্যারাকপুরে আর যাই হোক, তৃণমূলের পক্ষে জয় লাভ করা অসম্ভব। আর সেটা খুব ভালো করেই জানে এই রাজ্যের শাসক দল। তাই এখন অন্য কোনো পদ দিয়ে অর্জুন সিংহকে ভুলিয়ে রাখার চেষ্টা হচ্ছে। তবে এসব কিছুতে যে অর্জুন সিংহের মন গলবে না, তিনি যে তৃণমূলের প্রতিশ্রুতি ভঙ্গকারী নেতাদের রাজনৈতিক ভাবে জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছেন, সেই সম্ভাবনা কিন্তু ক্রমশ প্রকট হচ্ছে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!