এখন পড়ছেন
হোম > রাজ্য > “জমির দালালি বাড়ছে তৃণমূলে”দলকে অস্বস্তিতে ফেলে স্বীকার মন্ত্রীর

“জমির দালালি বাড়ছে তৃণমূলে”দলকে অস্বস্তিতে ফেলে স্বীকার মন্ত্রীর


জমির দালালির সঙ্গে জড়িয়ে যাচ্ছেন শাসকদলের নেতা-কর্মীরা। বিরোধীরা এই অভিযোগ আগেই করেছিলেন কিন্তু তাদের অভিযোগকে নস্যাৎ করে দিয়েছিলেন তৃণমূল নেতা নেত্রীরা। কিন্তু এবার রাজ্যের মন্ত্রী গৌতম দেব জমি-দালালির সঙ্গে জড়িয়ে যাচ্ছেন শাসক দলের নেতা-কর্মীদের একাংশ একথা স্বীকার করে নিলেন। এদিন তৃণমূলের এক সম্মেলনে তিনি বলেন ‘‘ইদানিংকালে জমি দালালির কাজে যুক্ত রয়েছেন বলে দলের একাধিক লোকজনের নাম প্রকাশ্যে উঠে আসছে। তাঁদের কাউকেই রেয়াত করা হবে না। জমি দেশ ও রাজ্যের সম্পদ। সেই সম্পদ সাধারণ মানুষের কাজে ব্যবহার করা হবে। প্রয়োজন অনুসারে সাধারণ মানুষের মধ্যে সেই জমি বিলি করা হবে। কিন্তু জমির দালালি রেয়াত করা হবে না।’পাশাপাশি তিনি দলের লোককে সতর্ক করে বলেন যে,‘‘জমির দালালির টাকায় তৃণমূল কংগ্রেস দল চলে না। আর আমি নিজেও জমির দালালির সঙ্গে যুক্ত নই। আমি নিজে পছন্দ করি না। এর পরেও কেউ যদি জমির দালালির সঙ্গে যুক্ত হতে চান বা থাকেন, তাঁদের রেয়াত করা হবে না।’’প্রসঙ্গত কিছুদিন আগে দুই নম্বর ডাবগ্রাম এলাকার প্রবীণ তৃনমূল নেত্রী শিখা চট্টোপাধ্যায় এই অভিযোগ এনেই দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।তবে তখন তৃণমূল শিখাদেবীর অভিযোগকে অস্বীকার করেছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!