এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  ভাঁওতার খেলা মমতার! উন্নয়নে চমকে দিলেন বিজেপি বিধায়ক, চরম শিক্ষা পেল নবান্ন!

 ভাঁওতার খেলা মমতার! উন্নয়নে চমকে দিলেন বিজেপি বিধায়ক, চরম শিক্ষা পেল নবান্ন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এবং তার সরকার যা কাজ করেছে, তা নাকি 300 বছরেও কেউ করতে পারবে না, প্রকাশ্যে এমনটাই দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে। রাজ্যের অনেক এলাকা আছে যেখানে আজও রাস্তা ভাঙ্গা। অনেক জায়গা আছে, যেখানে আজও মানুষের বাড়ি নেই। তবে এই সব কিছু অবশ্য শাসকদলের চোখে পড়ে না। তবে এবার তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে আঙুল দিয়ে গোটা বিষয়টি দেখিয়ে দিলেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী। শুধু দেখিয়ে দেওয়া নয়, বিজেপির জনপ্রতিনিধি হওয়ার কারণে তার বিধানসভা এলাকায় 200 মিটারের রাস্তা করে দেয়নি রাজ্য সরকার। যার কারণে নিজেই পাথর হাতে সেই রাস্তা মেরামতি করলেন এই বিজেপি বিধায়ক।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই এই বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকায় 200 মিটারের একটি রাস্তায় থানাখন্দে ভরা রয়েছে। বর্ষার কারণে সেই রাস্তায় মানুষের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। তাই বাধ্য হয়েই সরকারকে বলেও কোনো কাজ না হওয়ায় নিজের স্বামীকে নিয়ে রাস্তা সারাইয়ের কাজে নেমে পড়লেন স্থানীয় বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। তার দাবি, তিনি বিজেপির বিধায়ক। সেই কারণে এই রাস্তা সারাইয়ে কর্ণপাত করেনি স্থানীয় প্রশাসন।বিজেপির দাবি, এই তো আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন!

তার উন্নয়ন শুধুমাত্র ঘোষণাতেই আটকে থাকে. বিজেপি বিধায়ক বাঁকুড়াতে জিতেছেন, সেই কারণে তার এলাকায় সামান্য 200 মিটারের রাস্তা করে দিচ্ছে না প্রশাসন। এটা পক্ষপাত দুষ্ট আচরণ ছাড়া আর কিছুই নয়। যার কারণে বাধ্য হয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে নবান্নকে শিক্ষা দিয়ে বিজেপি বিধায়ক দেখিয়ে দিলেন, কাজ কি করে করতে হয়! সহযোগিতা না পেলেও পরিশ্রমের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে সহযোগিতা করতে বিজেপি বিধায়কের এই কাজ আগামী দিনে তৃণমূলকে মুখের মত জবাব দেবে বলেই দাবি গেরুয়া শিবিরের। তবে তৃণমূল অবশ্য তাতে গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, বিজেপি বিধায়ক খুব ভালো নাটক করতে জানেন। সেই কারণে তিনি খবরের শিরোনামে থাকতে এই ধরনের কার্যকলাপ করছেন।

বিশেষজ্ঞদের মতে, শুধু বাঁকুড়া নয়, রাজ্যের বিভিন্ন এলাকাতেই যেখানে বিজেপি জয়লাভ করেছে, সেখানে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচরণ করার অভিযোগ উঠেছে। এমনকি উন্নয়নমূলক আলোচনায় বা প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী বিধায়কদের ডাকেন না বলেও অভিযোগ। আর এবার রাস্তা সারাইয়ের ক্ষেত্রে সেই প্রশাসনের বিরুদ্ধেই বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলে সোচ্চার হলেন বিজেপি নেত্রী। সরকারের ভরসায় না থেকে নিজে হাতেই রাস্তা সারাই করে নবান্নকে চরম শিক্ষা দিলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!