এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি >  যেখানে বিপদ, সেখানেই শুভেন্দু! বিরোধী শক্তিকে রক্ষা করতে নজির গড়লেন অধিকারী!

 যেখানে বিপদ, সেখানেই শুভেন্দু! বিরোধী শক্তিকে রক্ষা করতে নজির গড়লেন অধিকারী!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সঠিক বিরোধী দলনেতার কাজ কি, কিভাবে সেই বিরোধী নেতার ভূমিকা পালন করতে হয়, তা খুব ভালো করেই জানেন শুভেন্দু অধিকারী। সরকারের গঠনগত ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে তৃণমূলের দফারফা করে দিচ্ছেন তিনি। শুধু তাই নয়, ভোট ব্যাংক না দেখেও বাম এবং কংগ্রেস যেখানে যেখানে আক্রান্ত, সেই অনেক জায়গাতেও পৌঁছে যাচ্ছেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দল আলাদা হলে কি হবে! বিরোধী শক্তি হিসেবে বাম এবং কংগ্রেস কর্মীরা আক্রান্ত হলেও, বিরোধী নেতা হিসেবে যে তাকে পাশে দাঁড়াতে হবে! তাই সঠিক বিরোধী নেতার ভূমিকা পালন করে অধিকারীবাবু বুঝিয়ে দিচ্ছেন, তিনি জানেন তার কাজটা কি!

প্রসঙ্গত, এদিন একটি কর্মসূচিতে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই নিজের কর্ম পদ্ধতি নিয়ে সকলকে ওয়াকিবহাল করেন তিনি। এদিন এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “আমি বিজেপির বিরোধী দলনেতা হলেও আমার কাজ, সকলের পাশে দাঁড়ানো। যেখানে সরকারের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে মানুষ আক্রান্ত হবে, তাদের পাশে গিয়ে আমাকে দাঁড়াতে হবে। কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু খুন হলেন, তার বাড়িতে আমরা পৌঁছে গেলাম। বগটুইতে অনেক মানুষের ঘর পুড়িয়ে দেওয়া হলো। অনেক শিশু, মহিলাকে মেরে ফেলা হলো। সেইখানে আমি বিজেপির এমএলএদের নিয়ে পৌঁছে গিয়েছিলাম। সেই এলাকায় আমাদের কত ভোট ছিল! মাত্র 17 টা। কিন্তু কোনো কিছু না দেখে মানুষের ওপর যেখানে নির্যাতন হবে, সেখানেই বিরোধী নেতা হিসেবে আমি পৌঁছে যাব। এটাই আমার কাজ। কিন্তু মমতা ব্যানার্জি রাজধর্ম পালন করছেন না।”

একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী শুধুমাত্র বিজেপির নেতা হিসেবে কাজ করছেন না। যেখানেই বিরোধীরা আক্রান্ত হচ্ছে, সেখানেই তিনি পৌঁছে যাচ্ছেন। ফলে রাজ্যে বাম এবং কংগ্রেসের সেই শুভেন্দুবাবুর পাশে দাঁড়ানো উচিত। যেখানে বাম এবং কংগ্রেস আক্রান্ত, সেখানে তাদের নেতারা পৌঁছতে না পারলেও, তার অনেক আগে কিন্তু শুভেন্দু অধিকারী পৌঁছে যান। তাই দিল্লিতে বিজেপিকে চাপে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক টেবিলে ডিনার করার আগে রাজ্যের বাম এবং কংগ্রেস নেতাদের বিবেকবোধ জাগ্রত হওয়া উচিত বলেই দাবি করছে বিজেপি।

বিশেষজ্ঞদের মতে, এরকম বিরোধী দলনেতা বহুদিন পর দেখলো বাংলা। তৃণমূল সরকারের আসার পর দুজন বিরোধী দলনেতাকে দেখেছে পশ্চিমবঙ্গ। কিন্তু তারা সেভাবে সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে পারেননি। শুধু তাই নয়, বিরোধীরা যখন আক্রান্ত, তখন সেভাবে সেই সমস্ত বিরোধী নেতাদের তৎপর হতেও দেখা যায়নি। তবে শুভেন্দু অধিকারী এক অন্য ভূমিকা পালন করছেন। শুধু বিজেপির নয়, বাম এবং কংগ্রেসের আপনজন হিসেবেও বিরোধীরা যেখানে আক্রান্ত, সেখানেই পৌঁছে যাচ্ছেন তিনি। কোনো ভোট ব্যাংকের আশায় নয়, বরঞ্চ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে শুভেন্দুবাবু এই বিশ্বাস জোগাতে পেরেছেন, যেখানেই বিপদ, সেখানেই তিনি আছেন। যেখানেই অত্যাচার, সেখানেই তিনি পাহারাদারের ভূমিকা পালন করবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!