এখন পড়ছেন
হোম > জাতীয় > বঙ্গ জয়ে ১৫ দিনের মেগা কর্মসূচি বিজেপির! পদ্মের প্ল্যানে বেসামাল ঘাসফুল!

বঙ্গ জয়ে ১৫ দিনের মেগা কর্মসূচি বিজেপির! পদ্মের প্ল্যানে বেসামাল ঘাসফুল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-2019 সালে বিজেপি বাংলা থেকে 18 টি আসনে জয় ছিনিয়ে নিয়ে বুঝিয়ে দিয়েছিল, তারাই আগামী দিনে বাংলার নির্ণায়ক শক্তি হতে চলেছে। বর্তমানে সেটাই বাস্তব হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে বিজেপিই একমাত্র বিরোধী শক্তি। অনেক সময় তৃণমূলকে বেগ দিতেও দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। তবে শুধু মুখের কথায় চিড়ে ভিজবে না, সামনেই ২০২৪ এর লোকসভা নির্বাচন। তাই সেই নির্বাচনে যদি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়, তাহলে দরকার বাংলা থেকে বিপুল আসন কেন্দ্রীয় বিজেপির হাতে তুলে দেওয়া। আর এই বিপুল আসন দখলে রাখতে গেলে চাই জনসংযোগ। তাই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে হাতিয়ার করে সেই জনসংযোগ কর্মসূচিতে নামতে চলেছে বঙ্গ বিজেপি।

সূত্রের খবর, আগামী 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তাই সেই দিন থেকে আগামী 2 অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে সেবাপক্ষ কাল কর্মসূচি পালন করবে ভারতীয় জনতা পার্টি। যেখানে রক্তদান কর্মসূচির সহ একাধিক জনসংযোগ মূলক পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই কর্মসূচিতে প্রতিটি এলাকার জনপ্রতিনিধিদের উপস্থিত থাকা বাধ্যতামূলক।

বিজেপির দাবি, সারা বছর ধরেই মানুষের সঙ্গে জনসংযোগ রাখে ভারতীয় জনতা পার্টি। তবে প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে বিজেপি সেবাপক্ষ‌ কাল কর্মসূচি পালন করবে। তাই সেই কারণে টানা 15 দিন ব্যাপী বিভিন্ন জনসংযোগ মূলক কর্মসূচিতে জোর দেওয়ার কথা বলা হয়েছে। বিভিন্ন এলাকায় এই জনসংযোগ মূলক কর্মসূচির মধ্য দিয়ে লোকসভা নির্বাচনের আগে নিজেদের ভিতকে আরও শক্তিশালী করা হবে। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি সরকার যে উন্নয়নমূলক কর্মসূচি শুরু করেছে, সেই ব্যাপারেও প্রচার করা হবে এই জনসংযোগ অভিযানে।

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে কার্যত টার্গেট বেধে দিয়েছে, 2019 এর থেকে আরও দ্বিগুণ সংখ্যক আসনে এবার বাংলায় জয়যুক্ত হতে হবে। সেই কারণে বিজেপির কাছে এখন পাখির চোখ জনসংযোগ। পঞ্চায়েতে তারা বেশ কিছু জায়গায় জয়লাভ করেছে। তবে বিজেপির অভিযোগ, ভোটে কারচুপি এবং সন্ত্রাস হওয়ার কারণেই তারা অনেক আসনে জয়লাভ করলেও, শেষ পর্যন্ত তাদের হারিয়ে যাওয়া হয়েছে। তবে লোকসভায় তা হবে না। তাই এখন থেকেই নিজেদের জনপ্রিয়তা তুঙ্গে তুলতে সেবাপক্ষ কাল কর্মসূচির মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করে মানুষের সঙ্গে জনসংযোগকে আরও নিবিড় করতে চাইছে বঙ্গ বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!