এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ধুপগুড়িতে হার নিশ্চিত মমতার! প্রচারের শেষবেলায় নির্লজ্জ কান্ড তৃনমূলের!

ধুপগুড়িতে হার নিশ্চিত মমতার! প্রচারের শেষবেলায় নির্লজ্জ কান্ড তৃনমূলের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-হাতে মাত্র আর একদিন বাকি। তারপরেই ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তের প্রচার চলছে। আর সেই শেষ মুহূর্তের প্রচারে কি তৃণমূল আরও স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে, এই কেন্দ্রে এবারেও তারা পরাজিত হচ্ছে! আর পরাজিত হওয়ার ভয়েই কি এবার রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্যে কটুক্তি করে নিজেদের বিপদ ডেকে আনলো রাজ্যের শাসক দল! ইতিমধ্যেই গোটা বিষয়কে কেন্দ্র করে আলোড়ন পড়ে গিয়েছে ধুপগুড়িতে।

প্রসঙ্গত, আগামী 5 সেপ্টেম্বর ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূলকে হারিয়ে জয়লাভ করেন বিজেপির বিষ্ণুপদ রায়। কিন্তু তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। যার কারণে এই কেন্দ্রে ফের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালী রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যুক্ত হয়েছেন। যা তৃনমূলকে কিছুটা হলেও অস্বস্তিতে ফেলে দিয়েছে। হাড়ের মাঝেই শেষ বেলায় বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী প্রচারে এসে তৃণমূলকে আরও জেরবার করে দিয়েছেন। এদিকে শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার সময় হঠাৎ করেই তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয় চোর, চোর স্লোগান। যার ফলে অনেকে দাবি করছেন, ধুপগুড়িতে এমনিতেই বিজেপি শক্তিশালী ছিল। তৃণমূল এমন কাজ করায় শেষ মুহূর্তে বিজেপির শক্তি যে আরও বাড়ছে এবং তার ফলেই যে তৃণমূল ভীত হয়ে এই সমস্ত কান্ড কলাপ করছে, তা স্পষ্ট হয়ে গেল।

বিজেপির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন বড় আতঙ্কের নাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2021 এ মমতা বন্দ্যোপাধ্যায়ের মত নেত্রীকে শুভেন্দুবাবু নন্দীগ্রামে হারিয়ে দিয়েছেন। তাই ধুপগুড়িতে শেষ মুহূর্তের যখন প্রচার চলছে, তখন তৃনমূলের শ্রমিক সংগঠনকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্লোগান দিয়ে নিজেদের অস্বস্তি নিজেরাই বাড়িয়ে দিল। ভোটারদের কাছে স্পষ্ট হয়ে গেল যে, বিজেপিকে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই কারণে প্রচারের শেষ বেলাতে শুভেন্দু অধিকারীকে দেখে তারা এই ধরনের স্লোগান দিচ্ছে। ফলে বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে তৃণমূলের শ্রমিক সংগঠনের দেওয়া এই স্লোগান নিয়ে বিজেপি মোটেই চিন্তিত নয়। তাদের মতে, ভোটের আগে যে তৃণমূলের ভয় বাড়ছে এবং ফল প্রকাশে যে বিজেপির জয় হবে, তা ক্রমশ স্পষ্ট হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, শুধু ধুপগুড়ি নয়, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাকে বিভিন্নভাবে কাবু করতে বিভিন্ন পরিকল্পনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস। কিন্তু কোনোটাতেই সাফল্য পায়নি তারা। কখনও মামলা দিয়ে আবার কখনও বা চোর, চোর স্লোগান দিয়ে শুভেন্দু অধিকারীকে বাগে আনতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ভোটের মুখে জয়লাভ করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের শ্রমিক সংগঠনের এই নির্লজ্জ প্রয়াস জনমানসে যে খুব একটা ভালো প্রভাব ফেলবে না, তাতে নিশ্চিত ওয়াকিবহাল বহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!