এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হেভিওয়েট বিজেপি মন্ত্রীর গলায় হঠাৎ বামফ্রন্টের গুনগান! তীব্র জল্পনা শুরু বঙ্গ রাজনীতিতে

হেভিওয়েট বিজেপি মন্ত্রীর গলায় হঠাৎ বামফ্রন্টের গুনগান! তীব্র জল্পনা শুরু বঙ্গ রাজনীতিতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে তৃণমূলকে উৎখাত করে ক্ষমতা দখল প্রধান টার্গেট ভারতীয় জনতা পার্টির কাছে। অতীতে তৃণমূলের আগে প্রায় 34 বছর বাংলা শাসন ক্ষমতা চালিয়েছে বাম সরকার। যে বাম সরকারের বিরুদ্ধে সরব হয়ে পরিবর্তন এনেছিল তৃণমূল কংগ্রেস।

তবে এবার পরিবর্তনের পরিবর্তন আনতে এবং তৃণমূল কংগ্রেসকে সরাতে উদগ্রীব ভারতীয় জনতা পার্টি। তবে বিজেপির কাছে তৃণমূলের পাশাপাশি বামেরাও সমান ভাবে দোষী। বক্তব্য রাখার সময় বিজেপি নেতারা যেমন 34 বছরের বাম সরকারকে রাজ্য পিছিয়ে দেওয়ার জন্য দায়ী করেন, ঠিক তেমনই বর্তমান তৃণমূল সরকারকেও কটাক্ষ করেন। সেদিক থেকে তাদের কাছে তৃণমূল এবং বামফ্রন্ট দুজনেই সমানভাবে দায়ী বলে মনে করে বিজেপির সংশ্লিষ্ট মহল।

কিন্তু এবার তৃণমূলকে কটাক্ষ করতে গিয়ে কিছুটা হলেও বামেদের প্রশংসা করে বসলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। যাকে কেন্দ্র করে রীতিমতো জল্পনা ছড়িয়ে পড়েছে বঙ্গ রাজনীতিতে। সূত্রের খবর, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়ে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবার আর দল ছাড়া কিছু বোঝেন না। কেউ বলবেন না, মমতার শাসনের শেষ নয় বছরের সময়কালে উপকৃত হয়েছেন। শুধুমাত্র দলদাসরা উপকৃত হয়েছেন। সেই নিরিখে বামফ্রন্ট সরকার অনেক ভাল ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের 9 বছরের থেকে বাম রাজত্বের দীর্ঘ 34 বছরে তুলনামূলকভাবে রাজ্যের মানুষ ভালো ছিলেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু হঠাৎ বর্তমান সময়ে যখন বিধানসভা নির্বাচন কার্যত এগিয়ে আসছে, তখন তৃণমূলকে কটাক্ষ করে বামেদের এত প্রশংসার করতে গেলেন কেন বাবুল সুপ্রিয়? তৃণমূলের একাংশ বলছেন, গত লোকসভা নির্বাচনের সময় বামেদের সিংহভাগ ভোট বিজেপিতে গিয়েছে। আর তার ফলেই বিজেপি বাংলায় এত ভালো ফল করেছে। তাই সামনের বিধানসভা নির্বাচনে সেই বামেদের ভোটব্যাঙ্ক নিজেদের দিকে রাখতেই বাম নেতাকর্মীদের খুশি করে বাবুল সুপ্রিয় এই ধরনের মন্তব্য করলেন‌। তবে যদি তৃণমূলের এই দাবি সত্যি হয়, তাহলে তা ঘাসফুল শিবিরের কাছে অত্যন্ত চিন্তার বিষয় বলেই মনে করছে একাংশ।

অনেকে আবার এটাও বলছেন, বামেদের বিরুদ্ধে বিজেপির অনেক নেতা-কর্মী নানা মন্তব্য করেছে‌। কিন্তু বর্তমানে বিজেপির কাছে প্রধান টার্গেট বাংলার ক্ষমতা দখল। তাই শুধুমাত্র নিজেদের গুটিকয়েক সমর্থন দিয়ে যে বাংলায় পরিবর্তন আনা যাবে না, তা ভালোই বুঝতে পেরেছেন বাবুল সুপ্রিয়। আর তাই বামেদের সময়কার কথা তুলে ধরে তাদের নেতাকর্মীদের খুশি করে সেই বাম নেতৃত্বদের সমর্থন নিজেদের দিকে আনতেই একথা বললেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বলে মনে করছে রাজনৈতিক মহল।

তবে বাবুল সুপ্রিয়র এই মন্তব্যে যদি সত্যি সত্যিই বামেরা খুশি হয় এবং তার ফলে যদি তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে বামেদের ভোটব্যাঙ্ক আবারও বিজেপির দিকে যায়, তাহলে আসছে নির্বাচনে তৃণমূল অত্যন্ত সমস্যার মুখে পড়বে বলেই মনে করছে বিশ্লেষকরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কেন বাবুল সুপ্রিয় হঠাৎ বামেদের প্রতি এত প্রশংসনীয় মন্তব্য করলেন, তার রহস্য উন্মোচন করতেই ব্যস্ত থাকবে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!