এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > বাগরি মার্কেট পুড়ছে আর আধুনিক নিরো ইট্যালি, জার্মানি ঘুরছেন তোপ অধীরের

বাগরি মার্কেট পুড়ছে আর আধুনিক নিরো ইট্যালি, জার্মানি ঘুরছেন তোপ অধীরের


শহরে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে| বলা যেতে পারে কলকাতা শহরের মানুষ এখন আতংকে ভুগছে| প্রথমে ব্রিজ ভেঙ্গে পরে তারপর বাগরি মার্কেটে আগুন| গতকাল রাত পৌনে তিনটে নাগাদ বড়বাজারের বাগরি মার্কেটে আগুন লাগে। দমকলের ৩০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে কিন্তু ধোঁয়ায় ভরে রয়েছে এলাকা। ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর কোনও খবর পাওয়া না গেলেও দমকল অধিকর্তা জগমোহন জানিয়েছেন যে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে ৪৮ ঘণ্টা সময় লাগবে। তবে এই সব কিছুর জন্যই কথা শুনতে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে| এবার মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে অনেক কথাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। কলকাতার বাগরি মার্কেটে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে আজ বহরমপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন অধীর বাবু|

ক্ষমতায় আসার পর মমতা ব্যানার্জি কলকাতাকে লন্ডন বানাবে বলে বাংলার মানুষকে স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু তারপর আজ সেই কলকাতা লন্ডন না হলেও লন্ডভন্ডের শহরে রূপান্তরিত হয়েছে বলে জানিয়েছেন অধীরবাবু| আর এত পুলিশ পুলিশ করলে উনি একদিন নিজেই ফুলিশ হয়ে যাবেন বলে হুঙ্কার দেন তিনি| বাগরি মার্কেটে আগুন লাগার প্রসঙ্গকে কেন্দ্র করে আজ অধীর বলেন, রাজ্যে একের পর এক ব্রিজ ভেঙে যাচ্ছে। একের পর এক অট্টালিকায় থেকে বাজার আগুনে পুরে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু তাতে নাকি তৃণমূল সরকারের ঘুম ভাঙছে না বলে জানিয়েছেন তিনি| একটা করে দুর্ঘটনা ঘটছে আর একটা করে নতুন কমিটি তৈরি করে সেই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অধীরবাবুর অভিযোগ|

মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে অধীরবাবু আরো বলেন যে, “যদি ইচ্ছা থাকে তো উপায় হয়। বাংলার সরকারের সেই ইচ্ছাটাই নেই। কেন বাগরি মার্কেটে আগুন লাগল তা জানার জন্য এবার একটা কমিটি তৈরি হবে। আবার বাংলার মানুষ জ্ঞান শুনবেন। আবার সব ধামাচাপা পড়ে যাবে। বাংলার মুখ্যমন্ত্রী সব ব্যাপারে বিশেষজ্ঞ। সে বলে দেবে কেন সেতু ভঙ্গ হয়েছে। সে বলার পর তার লাইনেই তদন্ত শুরু হচ্ছে। এবার সে বলে দেবে কেন অগ্নিকাণ্ড হয়েছে তারপর সেই লাইনে তদন্ত শুরু হবে। সারা বাংলায় আজ একটা অরাজকতা চলছে।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অধীর আরও বলেন যে, এত গুলো ঘন্টা পার হয়ে গেলেও কলকাতার বাগরি মার্কেট জ্বলছে। শুধু তাই নয়, পাশের বিল্ডিংগুলিতে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়ছে। যেহেতু আগুন নেভানোর যথেষ্ট ব্যবস্থা নেই তাই আগুন নিভছে না বলে দাবি জানালেন তিনি| মুখ্যমন্ত্রীর ইউরোপ সফরকে কটাক্ষ করে অধীরবাবু বলেন যে, “ভাবতে অবাক লাগে, দিদি ইট্যালি, জার্মানি যাচ্ছেন। বিজ়নেস মিট! আর এদিকে এতদিনের বিজ়নেস সেন্টার বাগরি মার্কেটের আগুন নেভাতে ল্যাজে গোবরে তাঁর ডিজ়াস্টার ম্যানেজমেন্ট। Nero fiddled while Rome burned. বাগরি মার্কেট পুড়ছে আর আধুনিক নিরো ইট্যালি, জার্মানি ঘুরছেন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!