এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নেতাদের দাদাগিরি বরদাস্ত নয়, বিজেপিতে আধিক্য বাড়ছে সঙ্ঘের!

নেতাদের দাদাগিরি বরদাস্ত নয়, বিজেপিতে আধিক্য বাড়ছে সঙ্ঘের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, একই মুদ্রার এপিঠ আর ওপিঠ বলেই মনে করেন সকলে। এক্ষেত্রে বিজেপির সংগঠনের শৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনে তাদের প্রার্থী কে হবে এবং তাদের মুখ কে হবে, তা সঙ্ঘের তরফ থেকেই ঠিক করে দেওয়া হয়। আর সঙ্ঘ যা নির্দেশ দেবে, সেই নির্দেশ অমান্য করার ক্ষমতা ভারতীয় জনতা পার্টির নেই বলেই মনে করেন সকলে। 2021 এর বিধানসভা নির্বাচনে বাংলায় জয়লাভ করতে বিজেপি রাজ্য নেতৃত্ব কিছু ক্ষেত্রে সঙ্ঘের কথা শুনলেও, বেশ কিছু ক্ষেত্রে নিজেদের মত করে সংগঠন পরিচালনা করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল।

এক্ষেত্রে অন্য দল থেকে আসা নেতাদের জায়গা দিয়ে তৃণমূলকে কুপোকাত করার পরিকল্পনা করেছিল গেরুয়া শিবির। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি। অন্য দল থেকে আসা নেতাদের টিকিট দেওয়া যে ভুল হয়েছে এবং তার ফলে যে বিজেপি তাদের লক্ষ্যে পৌঁছতে পারেনি, তা কার্যত পরিষ্কার। 200 আসনের টার্গেট নিয়ে মাত্র 77 টি আসন দখল করে রাজ্যে বিরোধী দলের জায়গা লাভ করেছে ভারতীয় জনতা পার্টি।

এক্ষেত্রে ফলাফল প্রকাশের পরই বিজেপি রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন যেমন উঠেছে, ঠিক তেমনই প্রার্থী চয়ন নিয়েও নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই এই পরিস্থিতিতে সামনের দিকে তাকিয়ে এবার বিজেপির বাংলার সংগঠনে নজর দিতে চাইছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। এক্ষেত্রে নিজেদের বেশকিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিকে তারা এবার বিজেপির সংগঠনের জায়গা দেওয়ার নির্দেশ দিতে পারে অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। আর এবার সরাসরি গেরুয়া শিবিরের সংগঠনের ক্ষেত্রে তারা নাক গলাতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, রাজ্য বিজেপিতে ব্যাপক পরিবর্তন হতে পারে। যেখানে আরএসএসের পুরোনো নেতা বিদ্যুৎ মুখোপাধ্যায়কে রাজ্য বিজেপির বিশেষ পদে বসানো হতে পারে। এছাড়াও বিশ্ব হিন্দু পরিষদের সর্বভারতীয় সহ-সভাপতি শচীন্দ্রনাথ সিনহাকে রাজ্য বিজেপিতে গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, সম্প্রতি বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। .

ফলে তাকেও এবার বিজেপির সংগঠনে জায়গা দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। আর এই সমস্ত খবর প্রকাশ্যে আসার পরেই এবার বিজেপির গুরুত্বপূর্ণ পদে আরএসএস নজর দিয়ে গেরুয়া শিবিরের সংগঠন নিজেদের লোকেদের মধ্যে দিয়ে পরিচালনা করতে পারে বলে দাবি একাংশের। সেদিক থেকে বিজেপির অনেক গুরুত্বপূর্ণ নেতা, যারা বর্তমানে গুরুত্বপূর্ণ পদে বসেছেন, তাদের ডানা ছাটা হতে পারে বলেও গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

বিশ্লেষকদের মতে, গেরুয়া শিবিরের কাছে যেমন এবারের বাংলা দখলের লক্ষ্য থেকে পিছিয়ে আসা অত্যন্ত হতাশাজনক, ঠিক তেমনই আরএসএস বিজেপির এই ফলাফলে অত্যন্ত ক্ষুব্ধ। এক্ষেত্রে দলের একাংশ সঠিক নেতৃত্বকে প্রাধান্য না দিয়ে অন্য দল থেকে আসা নেতাদের গুরুত্ব দেওয়ার কারণেই যে এই ফলাফল হয়েছে, তা বুঝতে পেরেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আর সেই কারণে এবার সরাসরি বিজেপির পাশাপাশি রাজ্যে গেরুয়া শিবিরের উত্থান ঘটাতে নিজেদের গুরুত্বপূর্ণ মুখগুলোকে দিয়ে রাজ্যে পদ্ম শিবিরের উত্থান ঘটাতে চাইছে আরএসএস।

তবে যদি আরএসএস গেরুয়া শিবিরের সংগঠনের সরাসরি হস্তক্ষেপ করতে শুরু করে, তাহলে বিজেপির নানা নেতার সঙ্গে এই বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হতে পারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। যা আরও বর্তমান পরিস্থিতিতে বিজেপির সাংগঠনিক দিকে জটিলতা তৈরি করতে পারে। স্বাভাবিক ভাবেই গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, আরএসএস কিভাবে রাজ্য বিজেপিকে চনমনে করে তোলে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!