এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > দিলীপ ঘোষের হাত ধরে বামফ্রন্টের প্রাক্তন বিধায়ক যোগ দিলেন বিজেপিতে

দিলীপ ঘোষের হাত ধরে বামফ্রন্টের প্রাক্তন বিধায়ক যোগ দিলেন বিজেপিতে


রাজনৈতিক গুঞ্জনটা বেশ কিছুদিন ধরেই ছিল, অবশেষে কুমারগ্রামের আরএসপিএর প্রাক্তন বিধায়ক মনোজ ওরাঁওকে দলে নিল বিজেপি। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। বিজেপির তরফে জানা যাচ্ছে মনোজ বাবুর এলাকায় স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে তাই শাসকদলের বিরুদ্ধে লড়াইয়ে তাঁকে শামিল করা হল। অন্যদিকে মনোজ বাবুর অনুগামীদের বক্তব্য, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গেলে বিজেপি ছাড়া কোনও পথ নেই। তাই সকলকে বিজেপির পতাকার নীচে সামিল হতে হবে।
এদিকে মনোজবাবু যে যেতে পারেন তা নিয়ে কানাঘুষো ছিলই ফলে তাঁকে আগেই দল থেকে বহিস্কার করে আরএসপি। কিছুদিন আগেই জেলা কমিটির কার্যকরী কমিটি বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, গত তিন মাস ধরে বিজেপির সঙ্গে সংস্রব বাড়ছিলেন তিনি এমনকি নিজের দল আরএসপির বিরুদ্ধে মুখ খুলতে দেখা যাচ্ছিল তাঁকে। এব্যাপারে আরএসপিএর তরফে বক্তব্য, উনি দলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন না, দলের কর্মসূচিতেও সামিল হতেন না। বিজেপির নেতাদের সঙ্গে বিভিন্ন এলাকায় বৈঠক করতে শুরু করেছিলেন তিনি। কুমারগ্রামের জোনাল কমিটি উপযুক্ত প্রমাণ দিয়ে জেলায় রিপোর্ট পাঠিয়ে তাঁকে বহিষ্কারের সুপারিশ করে। জোনাল কমিটির তথ্য প্রমাণে সত্যতা পেয়ে তাঁকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। সেই রিপোর্ট রাজ্য কমিটিকেও পাঠানো হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!