এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > অছিলা না অবশেষে সিবিআইয়ের জেরার মুখে রাজীব কুমার, চিটফান্ড তদন্ত কি “ক্লাইম্যাক্সে” পৌঁছলো? শুরু তীব্র জল্পনা

অছিলা না অবশেষে সিবিআইয়ের জেরার মুখে রাজীব কুমার, চিটফান্ড তদন্ত কি “ক্লাইম্যাক্সে” পৌঁছলো? শুরু তীব্র জল্পনা


কেন্দ্র-রাজ্য সংঘাতের পর শীর্ষ আদালতের নির্দেশে ঠিক কবে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করা হবে তা নিয়ে নানা জল্পনা চলছিল। কিন্তু অবশেষে আজ সকাল 9 টায় শিলংয়ের ইস্টখালি হিলসের “ওকল্যান্ডে” কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কর্তাদের মুখোমুখি হতে চলেছেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার।

জানা গেছে, শুক্রবার দুপুরে এয়ার ইন্ডিয়ার কলকাতা- শিলং উড়ানে করে বেলা পৌনে চারটে নাগাদ মেঘালয়ের রাজধানীতে পৌঁছে যান রাজীব কুমার। এদিন তার সাথে শিলংয়ে উড়ে গিয়েছেন কলকাতা পুলিশের জাভেদ শামীম, মুরলীধর শর্মা এবং অপরাজিতা রাই এবং একজন এডভোকেট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে শিলংয়ে নেমেই “ত্রিপুরা ক্যাসেল” হোটেল উঠেছেন রাজীব এবং তার সঙ্গীরা। আর রাজীব কুমারের সাথে সিবিআই কর্তাদের এই মুখোমুখি বসাকে ঘিরেই এখন তীব্র উত্তেজনায় ফুটতে শুরু করেছে বঙ্গ রাজনীতি। সিবিআই সূত্রের খবর, দুঁদে এই পুলিশ কর্তাকে প্রশ্নজালে বিদ্ধ করার জন্য বেশ ভালোভাবেই আটঘাট বেঁধেই নেমেছেন সিবিআই কর্তারা।

জানা গেছে, রাজীব কুমারকে জেরা করার একদম প্রথম পর্বে সারদা মামলার শুরুতে বিধাননগর পুলিশ কমিশনার তথা সিটের প্রধান হিসেবে রাজীব কুমারের ঠিক কী ভূমিকা ছিল তা নিয়ে তার কাছে জানতে চাইবেন সিবিআই কর্তারা। এমনকি কলকাতার পুলিশ কমিশনারকে প্রশ্ন করতে কোথাও কোনো অসুবিধার সম্মুখীন হলে গোটা বিষয়টি সিবিআই অধিকর্তা ঝষিকুমার শুক্লা তাঁকে জানাতে বলেছেন বলেও জানা গেছে।

অন্যদিকে গোটা জিজ্ঞাসাবাদ পর্ব দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যক্ষ করারও কথা রয়েছে সেই সিবিআই অধিকর্তার। এদিকে পঙ্কজ শ্রীবাস্তবের নেতৃত্বাধীন 10 জনের একটি দল যখন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করার জন্য জোর প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই পিছিয়ে নেই সেই কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারও।

ইতিমধ্যেই নিজের সঙ্গী ও এডভোকেটের সঙ্গে বিস্তারিত আলোচনা চালিয়ে ঠিক কোন কোন প্রশ্নে তাঁকে বিদ্ধ করতে পারে সেই ব্যাপারে নিজের প্রস্তুতিও নিয়ে রাখছেন তিনি। সব মিলিয়ে এবার শিলংয়ে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করে সিবিআই আদৌ সন্তুষ্ট হয় কিনা এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!