এখন পড়ছেন
হোম > অন্যান্য > ঠিক সন্ধ্যে ৭টা ২৯মিনিটেই কেন নিজের অবসর ঘোষণা করলেন মহেন্দ্র সিংহ ধোনি? শুরু তীব্র জল্পনা

ঠিক সন্ধ্যে ৭টা ২৯মিনিটেই কেন নিজের অবসর ঘোষণা করলেন মহেন্দ্র সিংহ ধোনি? শুরু তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –গত ১৫ই আগস্ট ভারতের ক্রিকেটের ইতিহাসে ঘটে গেছে একটি দুঃখময় ঘটনা। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়েছেন ক্রিকেট জগতের দই তারকা। একজন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এবং অন্যজন হলেন সুরেশ রায়না। ক্রিকেটের এই দুই তারকার একত্রে এভাবে ক্রিকেট জগৎ থেকে সরে যাওয়া ঠিক মেনে নিতে পারছেন না ক্রিকেট অনুরাগীরা। তাই কেন এমন করলেন সেই কথা ভেবে অস্থির হচ্ছেন তারা। সেভাবেই ১৫ই আগস্ট এই বিশেষ দিনটিকে বা ৭:২৯ এই বিশেষ সময়টিকেই কেন বেছে নিলেন তিনি, এই নিয়েও প্রশ্ন উঠেছে সবার মনে। সেই মত কিছু অনুমানও করেছেন তারা।

প্রথমত:- ৭:২৯ কে ২৪ ঘণ্টার হিসেবে ধরলে সময়টা হয় ১৯:২৯। অনেকে মনে করেন এটি একটি ‘এঞ্জেল নম্বর’। যেটি কোনো বৃত্ত সম্পূর্ণ করতে বা কোনো কিছুর শেষ বোঝায়। তাই সেক্ষেত্রে ধোনির খেলা শেষ করার সঙ্গে এর যোগ থাকতে পারে।

দ্বিতীয়ত:- এই ১৯:২৯ নম্বরটি গ্রেট ডিপ্রেশনের সঙ্গে জড়িত বলেও মনে করেন অনেকে। তাই আসন্ন ডিপ্রেশন কেই বোঝাতে ধোনি এমনটা করেছেন বলে অনুমান করছেন অনেকে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃতীয়ত:- অনেকের মতে ২০১৯ সালের যে বিশ্বকাপ ভারত খেলেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে, সেখানে ৭:২৯ মিনিটেই ভারতের আয়ু শেষ হয়ে গেছিলো। সেই স্মৃতি মনে করেও ধোনি এমনটা করেছেন বলে মনে করছেন অনেকে।

চতুর্থত:- ভারতের স্বাধীনতার ৭৩ বছর পূর্ণ হয়েছে। আর ধোনি এবং রায়নার জার্সির নম্বর পাশাপাশি রাখলে হয় ৭৩। তাই ভারতের স্বাধীনতার দিনই তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন বলেও অনুমান করা হয়েছে।

তবে মহেন্দ্র সিংহ ধোনির ম্যানেজারের কথা মত, দেশভক্তির কারণেই এই বিশেষ দিনে ধোনির এমন সিদ্ধান্ত সেটাই জানা গেছে। তবে দীনেশ কার্তিক বিসিসিআই-এর কাছে ধোনির জার্সির নম্বরটি নিয়ে একটি অনুরোধ জানিয়েছেন। যেখানে তিনি বলেছেন এই জার্সি যেনো অন্য কাউকে দেওয়া না হয়। ৭নম্বরটি যেন ধোনির সঙ্গেই যুক্ত থাকে। তবে বিসিসিআই-এর তরফ থেকে এবিষয়ে কিছু জানানো না হলেও, ভারতের এই ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানতেই যে এমনটা করেছেন দীনেশ কার্তিক, সেটাই অনুমান করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!