এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাবুলের ইস্তফা নিয়ে এবার মতামত দিলেন তৃণমূল নেতারা, পোষ্ট ঘিরে বাড়ছে চাঞ্চল্য

বাবুলের ইস্তফা নিয়ে এবার মতামত দিলেন তৃণমূল নেতারা, পোষ্ট ঘিরে বাড়ছে চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের অন্যতম বিজেপি সাংসদ হলেন বাবুল সুপ্রিয়। আসানসোল থেকে তিনি সাংসদ পদে নির্বাচিত হয়েছিলেন। এরপর মোদী মন্ত্রিসভায় জায়গা পাকা করে ফেলেছিলেন তিনি। এরপর সাংসদ থাকা অবস্থায় তাঁকে 2021 এর বিধানসভা নির্বাচনে বিধায়ক পদের জন্য লড়াই করতে হয়। তাঁকে টালিগঞ্জ থেকে লড়াইয়ের জন্য বিজেপি টিকিট দেয়। কিন্তু বাবুল সুপ্রিয় বিধানসভা নির্বাচনে হেরে গেছেন তৃণমূলের ডাকসাইটে নেতা অরূপ বিশ্বাসের কাছে। পাশাপাশি মোদির মন্ত্রীসভা থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়। আর এবার কার্যত বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় বোমা ফাটিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি বাবুলের ইস্তফা নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের হেভিওয়েটরা।

তিনি রীতিমত জানিয়ে দিয়েছেন, এবার তিনি রাজনীতি ছাড়তে চলেছেন। কার্যত তাঁর সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন বলেই ঘোষণা করেছেন। আর এই নিয়েই শুরু হয়ে গেছে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য। কার্যত গেরুয়া শিবিরের অন্দরেও উঠেছে ঝড়। বিভিন্ন জন বিভিন্ন মতামত দিতে শুরু করেছেন। এক্ষেত্রে উল্লেখযোগ্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্য। তিনি জানিয়েছেন, বাবুল সুপ্রিয় রাজনীতির লোক নন। তাই হয়তো তাঁকে জোর করে বিধানসভা নির্বাচনে দাঁড় করানোয় ও তারপর পরাজয়ের জেরে বাবুল দুঃখ পেয়েছিলেন। কিন্তু তা সত্বেও সৌগত রায় বাবুল সুপ্রিয়কে অনুরোধ করেছেন, যাতে বাবুল সাংসদ পদ না ছাড়েন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত বাবুল সুপ্রিয়র থেকে সৌগত রায় রাজনৈতিক অভিজ্ঞতায় অনেকটাই পোক্ত। সেই অনুযায়ী তিনি পরামর্শ দিয়েছেন বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে, যখন তৃণমূল সাংসদ বাবুল সুপ্রিয়র প্রতি অনেকটাই সহানুভূতিশীল ঠিক সেসময় তৃণমূলের আর এক নেতা কুণাল ঘোষ বাবুল সুপ্রিয়র প্রতি চোখা মন্তব্য করেছেন। তাঁর মতে বাবুল সুপ্রিয় আসলে নাটক করছেন সোশ্যাল মিডিয়ায়। কুণাল ঘোষ জানিয়েছেন, মন্ত্রীত্ব হারানোর পর দলের সঙ্গে যাতে দর-কষাকষি করা যায় ভালো মতন, সে কারণেই পদত্যাগের অস্ত্র প্রয়োগ করেছেন বাবুল সুপ্রিয়।

রাজনীতি ছাড়ার আগে বাবুলের সাংসদ পদে ইস্তফা দেওয়া জরুরি বলে জানিয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ। তবে বাবুল সুপ্রিয় কিন্তু তাঁর পোস্টে রাজনীতি ও সাংসদ পদ দুই থেকেই যে তিনি ইস্তফা দেবেন, তা নিশ্চিত করেছেন। খুব স্বাভাবিকভাবেই বাবুল সুপ্রিয়র এভাবে চলে যাওয়া গেরুয়া শিবিরের পক্ষে তীব্র অস্বস্তিজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে বাবুলকে আটকাতে বিজেপির তরফ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সে দিকেই নজর ওয়াকিবহাল মহলের। পাশাপাশি বাবুল বিজেপি ছেড়ে কি এবার তৃণমূলে পা বাড়াবেন? এই প্রশ্নও সর্বত্র।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!