এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের একচেটিয়া দখলের বার্তা, বিরোধীদের হুমকি তৃণমূল বিধায়কের!

ফের একচেটিয়া দখলের বার্তা, বিরোধীদের হুমকি তৃণমূল বিধায়কের!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের যে কোনো নির্বাচনেই ব্যাপক সন্ত্রাস হয় বলে অভিযোগ তোলে বিরোধীরা। পৌরসভা থেকে শুরু করে পঞ্চায়েত প্রতিটি নির্বাচনে কারচুপি থেকে শুরু করে বিরোধীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তবে আগামী পঞ্চায়েত নির্বাচনের স্বচ্ছ ভাবেই ভোট হবে বলে বার্তা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কিন্তু সেই বার্তাকে কার্যত উপেক্ষা করে তৃণমূল বিধায়কের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যেখানে ডোমজুড়ের তৃণমূল বিধায়কের গলায় শোনা যাচ্ছে পঞ্চায়েত ভোটে একচেটিয়া দখলের বার্তা।

সূত্রের খবর, এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে ডোমজুড়ে তৃণমূল বিধায়ক কল্যান ঘোষ বলেন, “2023 সালের পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা যাতে এখানে প্রার্থী দিতে না পারে। আর যদি প্রার্থী দেয়, তাহলেও যাতে কোনো ভোট না পড়ে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।”

বিশেষজ্ঞদের মতে, তৃণমূল বিধায়কের এই বক্তব্য আগামী পঞ্চায়েত নির্বাচনে যে স্বচ্ছ ভোট হবে না, সেদিকেই ইঙ্গিত করছে। এর ফলে কার্যত বাড়তি মাইলেজ পেয়ে গেল ঘাসফুল শিবির। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!