এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > “দাঁতবিহীন বাঘ” কাকে এই উপাধি দিলেন অধীর চৌধুরী? জানলে চমকে যাবেন!

“দাঁতবিহীন বাঘ” কাকে এই উপাধি দিলেন অধীর চৌধুরী? জানলে চমকে যাবেন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  করোনা পরিস্থিতিতেই হচ্ছে রাজ্যের চার পৌরসভার নির্বাচন। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এই সময় নির্বাচন করার কি দরকার, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। আর তার মাঝেই প্রতি সময় নির্বাচন কমিশনের নিয়ম নিয়ে প্রশ্ন তুলতে দেখা যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে। যেখানে শাসকের জন্য এক আইন এবং বিরোধীদের জন্য আর এক আইন বলে দাবি করছেন বিরোধী দলের রাজনৈতিক নেতা-নেত্রীরা। আর এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে “দন্তবিহীন ব্যাঘ্র” বলে আখ্যা দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

সূত্রের খবর, বুধবার একটি সাংবাদিক বৈঠক করেন অধীর রঞ্জন চৌধুরী। আর সেখানেই রাজ্য নির্বাচন কমিশনকে আক্রমণ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের সভাপতি বলেন, “নির্বাচন কমিশন দন্তবিহীন ব্যাঘ্র। আইন তৃণমূলের জন্য নয়। সমস্ত আইন বিরোধী দলের জন্য। তাই বিপুল সংখ্যক লোক নিয়ে প্রচার করছে তৃণমূল কংগ্রেস।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে, বিরোধীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে। বেশি জনসমাগম করার কারণে এই প্রচারে বাধাদান করার অভিযোগ উঠছে। কিন্তু বিভিন্ন জায়গায় তৃণমূলের পক্ষ থেকে ব্যাপক জনসমাগম করা হলেও, সেদিকে নজর দিচ্ছে না প্রশাসন থেকে শুরু করে কমিশন। আর সেই বিষয়টি তুলে ধরেই কমিশনের একতরফা নীতি নিয়ে প্রশ্ন তুলে দিলেন অধীর রঞ্জন চৌধুরী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!