এখন পড়ছেন
হোম > রাজনীতি > ব্রাত্যর সঙ্গে বৈঠকে চাকরিপ্রার্থীরা, কি বললেন এই হেভিওয়েট!

ব্রাত্যর সঙ্গে বৈঠকে চাকরিপ্রার্থীরা, কি বললেন এই হেভিওয়েট!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এসএসসি চাকরি প্রার্থীদের আন্দোলন বারবার রাজ্য সরকারের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তবে বর্তমান পরিস্থিতিতে সেই সমস্ত আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যেখানে তারা জানিয়ে দিয়েছেন, আলোচনা সদর্থক হয়েছে। তবে যতক্ষণ না মেধা তালিকায় জায়গা পাওয়া ব্যক্তিরা চাকরি পাচ্ছেন, ততক্ষণ তাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে মন্তব্য করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শমীক ভট্টাচার্যকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “দীর্ঘদিন ধরেই এই আন্দোলন চলছে। যে কোনো আন্দোলনের প্রধান লক্ষ্য হচ্ছে, যে দাবি নিয়ে আন্দোলন, তা পূরণ হওয়া। কিন্তু বারবার শূন্যপদের তালিকা আসছে। কিন্তু কখনও তার সমাধান হচ্ছে না। আমরাও চাই, চাকরি প্রার্থীরা যারা প্রতারিত হয়েছেন, তারা চাকরি পাক।” স্বভাবতই এই বক্তব্যের মধ্যে দিয়ে রাজ্যকে কটাক্ষ করলেন এই বিজেপি নেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!