এখন পড়ছেন
হোম > রাজ্য > মহিলা পুলিশে বেশি জোর, বড় কারণ সামনে আনলেন মমতা!

মহিলা পুলিশে বেশি জোর, বড় কারণ সামনে আনলেন মমতা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মহিলা কনস্টেবল নেওয়ার ঘোষণা করা হয়েছে। প্রশাসনিক কাজের সামাল দিতে যে মহিলাদের সামনে আনা অত্যন্ত প্রয়োজন, তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে কেন মহিলা পুলিশ বেশি প্রয়োজন, তা জানিয়ে দিলেন তিনি। মূলত, মহিলারা এগিয়ে আসলে তেমন ভাবে তাদের গায়ে কেউ হাত দিতে পারবে না বলে বোঝানোর চেষ্টা করলেন বাংলার প্রশাসনিক প্রধান।

সূত্রের খবর, এদিন পুলিশদের সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে মহিলা পুলিশের প্রাসঙ্গিকতা তুলে ধরেন তিনি। এদিন এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কাজ করতে গেলে ভুল ভ্রান্তি হতেই পারে। কিন্তু একজন মহিলার গায়ে হাত দেওয়া বা মহিলাকে অসম্মান করা এতটা সহজ নয়। আমি চাই, পুলিশে মহিলারা আলাদা জায়গা তৈরি করে নিক। আমার বিশ্বাস, নাকা চেকিং, দুর্নীতির বিরুদ্ধে মহিলা পুলিশ স্মার্টলি কাজ করতে পারবে।” স্বভাবতই মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!