এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “আমরা চাই দুজনেই স্বীকৃতি পাক” বড়সড় প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু!

“আমরা চাই দুজনেই স্বীকৃতি পাক” বড়সড় প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যৌথ প্রকল্পে শুধুমাত্র রাজ্য নিজেদের নাম লাগিয়ে প্রচার করছে বলে অভিযোগ করেছিল ভারতীয় জনতা পার্টি। তবে বর্তমানে কেন্দ্রের চাপে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় প্রকল্পের নাম উল্লেখ করা হচ্ছে। তবে পাল্টা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, যেহেতু যৌথ প্রকল্প, তাই প্রধানমন্ত্রীর ছবি যদি থাকে, তাহলে মুখ্যমন্ত্রীরও ছবি থাকবে। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে এই বিষয় নিয়ে আপত্তি না করে তারা যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে বিশ্বাস করে, সেই বিষয়টি তুলে ধরলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই বিষয়ে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “আমরা কোথায় আপত্তি করেছি! আমরা তো বারবার বলেছি, দুজনেই স্বীকৃতি পাক। যে যেমন কাজ করছে, তারা তেমন স্বীকৃতি পাবে। আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে বিশ্বাস করি। কিন্তু ওনারাই তো লুকিয়ে লুকিয়ে কিছু কিছু মেডিকেল কলেজ উদ্বোধন করে দিয়েছিলেন। কেন্দ্র 75 শতাংশ টাকা দেয়, রাজ্য 25 শতাংশ টাকা দেয়। সুতরাং, এই সবে আমাদের কোনো আপত্তি নেই।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা তুলে ধরে বড় প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!