এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > চিদাম্বরম কান্ডের পরই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ ঘোষ, জোর চাঞ্চল্য

চিদাম্বরম কান্ডের পরই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ ঘোষ, জোর চাঞ্চল্য


অতীতে বিভিন্ন সময়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে কেউ বিরোধিতা করলেই তাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে ফাঁসানো হত বলে অভিযোগ করতে দেখা যেত দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোকে। যদিও বা বিরোধীদের সেই অভিযোগকে বারেবারেই নস্যাৎ করে দিয়েছে দেশের শাসক দল।

তবে সদ্য লোকসভা নির্বাচনের পর ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য কেন্দ্রে মোদি সরকার ক্ষমতায় আসার পরই বিরোধীদের প্রতি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিবিআই, ইডি লাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করতে শুরু করেছিল বিরোধীরা। সম্প্রতি দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরমকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

যারপরই কংগ্রেসের তরফে শাসকদলের বিরুদ্ধে সরব হওয়ার ঘটনা ঘটেছে। এমনকি দেশের এই প্রবীণ কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। যেখানে তিনি বলেন, “লিগ্যাল ম্যাটার নিয়ে আমি কিছু বলছি না। কিন্তু যেভাবে চিদাম্বরমকে গ্রেফতার করা হয়েছে, সেই প্রোসেস ইনকারেক্ট। বিষয়টি যেভাবে হ্যান্ডেল করা হয়েছে, তাতে গণতন্ত্র কাঁদছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে পি চিদাম্বরমকে গ্রেফতার করা নিয়ে মুখ খুললেও এবার তার পাল্টা মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সূত্রের খবর, এদিন সাংবাদিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে দীলিপবাবুকে প্রশ্ন করেন।

আর তার উত্তরেই বিজেপির রাজ্য সভাপতি বলেন, “কংগ্রেস আকাশ-বাতাস, অন্তরীক্ষে কেলেঙ্কারি করে রেখেছে। সিবিআই চাইলে মাটির তলা থেকে ধরে আনতে পারে। তদন্তের হাত কালীঘাটেও আসতে পারে।” আর দিলীপ ঘোষের এই কথা থেকেই এবার শুরু হয়েছে জল্পনা। কেননা সারদা থেকে নারদা, প্রায় বিভিন্ন ঘটনায় তৃণমূলের নেতা, মন্ত্রী-সাংসদদের নাম জড়িয়েছে। ইতিমধ্যেই জেলও খাটতে হয়েছে তৃণমূলের অনেক নেতা মন্ত্রীদের।

তবে এর মূল দোষী হিসেবে তৃণমূলের শীর্ষস্তরের ব্যক্তিরাই জড়িত বলে বিভিন্ন সময়ে তোপ দেগেছে বিজেপি। আর এবার পি চিদাম্বরমকে সিবিআইয়ের পক্ষ থেকে গ্রেফতার করা হলে সেই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করলে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিষোদগার করে পরোক্ষে সিবিআইয়ের তদন্তের হাত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন কালীঘাটেও যেতে পারে, তা বুঝিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি।যা তৃণমূলের কাছে অত্যন্ত অস্বস্তিকর হবে বলেই মনে করছে সমালোচক মহল।

তবে বিজেপির রাজ্য সভাপতি এই ধরনের মন্তব্য করলেও তাকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল। তৃণমূলের দাবি, এখন বিজেপির কাছে সিবিআই তোতাপাখিতে পরিণত হয়েছে। বিজেপির শীর্ষ স্তর থেকে যা বলে দেওয়া হয়, সেই ভাবেই কাজ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তাইতো দীলিপবাবু এই ধরনের মন্তব্য করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অবমাননা করছেন।তবে রাজ্য রাজনীতিতে এনিয়ে তরজা চললেও শেষ পর্যন্ত দিলীপ ঘোষের বাক্যকে সত্যি করে আদৌ কিছু হয় কিনা, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!