এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে যোগ দিচ্ছেন লকেট? টুইট করে জল্পনা বাড়ালেন হেভিওয়েট শীর্ষনেতা!

তৃণমূলে যোগ দিচ্ছেন লকেট? টুইট করে জল্পনা বাড়ালেন হেভিওয়েট শীর্ষনেতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাবুল সুপ্রিয়র পর সবথেকে বেশি জল্পনা তৈরি হয়েছিল হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে। একটি মহলের পক্ষ থেকে দাবি করা হয়, তৃণমূলে যোগাযোগ করার জন্য কালীঘাটে পৌঁছে গিয়েছিলেন এই বিজেপি সাংসদ। যদিও বা তারপরে সেই কথাকে সম্পূর্ণরূপে ভিত্তিহীন বলে দাবি করেছিলেন লকেটদেবী। তবে বর্তমানে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে যখন বিজেপির সকল স্তরের নেতাকর্মীরা ব্যস্ত, যখন বিজেপির সর্বস্তরের নেতৃত্ব থেকে জনপ্রতিনিধিরা ভবানীপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে উপস্থিত হচ্ছেন, তখন সেখানে দেখাই যাচ্ছে না হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। আর এই পরিস্থিতিতে জল্পনা বাড়িয়ে সেই লকেট চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে দেখা গেল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে।

স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতিতে যখন লকটেদেবীকে নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে, তখন কুণাল ঘোষের এই ধরনের ট্যুইট ব্যাপক গুঞ্জনের সৃষ্টি করল বাংলার রাজনৈতিক মহলে। সূত্রের খবর, এদিন একটি টুইট করেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। যেখানে তিনি লেখেন, “ধন্যবাদ ও অভিনন্দন স্টার ক্যাম্পেইনার লকেট চট্টোপাধ্যায়কে ভবানীপুরে প্রচার না করার জন্য। বিজেপির বহু অনুরোধ সত্বেও আপনি যাননি। একজন বন্ধু হিসেবে আপনার সাফল্য কামনা করছি। পৃথিবীটা খুবই ছোট। আশা করব, সেই দিনগুলো আবার ফিরে আসবে। যখন আপনি আপনার রাজনৈতিক ইনিংস শুরু করেছিলেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এখানেই প্রশ্ন, তাহলে কি কুনাল ঘোষ বোঝাতে চাইলেন যে, লকেট চট্টোপাধ্যায় বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি করছেন? বর্তমান পরিস্থিতিতে তার এই ধরনের টুইটের কারণ কি, তা নিয়ে নানা মহলে চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই গোটা বিষয়টিকে কেন্দ্র করে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। কুনাল ঘোষের ট্যুইটের পর এই প্রশ্ন উঠতে শুরু করেছে, সত্যিই তো! কেন লকেট চট্টোপাধ্যায় প্রচারে উপস্থিত হলেন না? তাহলে কি তিনি বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি করছেন? গোটা বিষয় নিয়ে গুঞ্জন ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!