এখন পড়ছেন
হোম > জাতীয় > কয়েকঘন্টার মধ্যে অক্সিজেন জোগান দিয়ে বেশ কয়েকজন রোগীর প্রাণ বাঁচালেন এই অভিনেতা

কয়েকঘন্টার মধ্যে অক্সিজেন জোগান দিয়ে বেশ কয়েকজন রোগীর প্রাণ বাঁচালেন এই অভিনেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লাগাতার বেড়ে চলেছে দেশজুড়ে করোনার সংক্রমণ। ক্রমাগত রেকর্ডহারে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পাশাপাশি যোগ হয়েছে হাসপাতালের অভাব, ওষুধের অভাব, অক্সিজেনের অভাব। দেশের বিভিন্ন রাজ্যে দেখা গিয়েছে অক্সিজেনের অভাবে মানুষের প্রাণ যাচ্ছে। পরিস্থিতি সামলাবার মতন কোন উপকরণই হাতের কাছে মজুদ নেই।

এই অবস্থায় এবার আরো একবার রক্ষাকর্তা হয়ে দেখা দিলেন বলিউড অভিনেতা এবং যাকে এক কথায় মসিহা আখ্যা দেওয়া হয়েছে সেই সোনু সুদ। মঙ্গলবার রাতে সোনু সুদের কাছে একটি ফোন আসে। যেখানে বলা হয়, ব্যাঙ্গালোরের এআরকে হাসপাতালে আচমকাই অক্সিজেনের ব্যাপক ঘাটতি হয়েছে।

যদি না অক্সিজেনের ব্যবস্থা করা যায় তাহলে প্রাণ যাবে প্রায় 22 জন করোনা রোগীর। ফোন আসা মাত্রই অক্সিজেন সিলিন্ডার জোগাড় করতে লেগে পড়েন কাজে সোনু সুদ ও তাঁর দলবল। কয়েক ঘণ্টার চেষ্টায় জোগাড় করে ফেলেন বেশ কয়েকটি অক্সিজেন সিলিন্ডার। জানা গিয়েছে, বেঙ্গালুরু এবং সংলগ্ন এলাকায় অক্সিজেন সরবরাহকারীদের কাছে মুহুর্মুহু ফোন যায় সোনু এবং তাঁর দলবলের পক্ষ থেকে।

এরপরে পনেরোটি অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে বেঙ্গালুরু পাঠাতে সমর্থ হন সোনু অ্যান্ড কোম্পানি। জানা গিয়েছে, এই অক্সিজেনে 22 জন রোগীর প্রাণ বেঁচেছে। এ প্রসঙ্গে সোনু জানিয়েছেন, তিনি একা কিছুই করে উঠতে পারতেননা। তাঁর দল যদি তাঁর সাথে না থাকতো তাহলে সম্ভব হতো না এতকিছু করা

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইন্সপেক্টর সত্যনারায়ন তাঁকে ফোন করেছিলেন প্রথমে, তারপরেই তারা এই বিষয়টির সত্যতা যাচাই করেন প্রথমে এবং লেগে পড়েন কাজে। সোনু আশঙ্কা প্রকাশ করেছেন, যদি কিছু মাত্র দেরি হতো অক্সিজেন পাঠাতে তাহলে হয়তো আবারও বেশ কিছু পরিবার তাঁদের আপনজনকে হারাতো। অন্যদিকে জানা গেছে, এই সংকটের সময়ে কোন অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না। পুলিশ তৎপর হয়ে এক রোগীকে অন্য হাসপাতালে পাঠিয়ে দেন। প্রসঙ্গত, গত বছর করোনার সময়কাল থেকেই সোনু সুদ সাহায্যকারী হিসেবে সামনে আসেন।

দেশের প্রতিটি মানুষের কাছে তিনি মসিহা বা ভগবান হয়ে ওঠেন। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো থেকে শুরু করে লকডাউন এর সময় খাদ্য যোগান দেওয়া, বিদেশে আটকে পড়া পড়ুয়াদের গন্তব্যে পৌঁছে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কাজ করেছেন তিনি। এরই মাঝে আবার সোনু সুদ নিজেই করোনা আক্রান্ত হন। সেই পরিস্থিতি কাটিয়ে উঠে আবার নেমে পড়েছেন কাজে। করোনা পরিস্থিতিতে সোনু সুদ এর মতন ব্যক্তিদের এগিয়ে এসে কাজ করা উচিত বলেই মনে করেন দেশের বিশিষ্টরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!