এখন পড়ছেন
হোম > রাজ্য > কড়া হলেন শিক্ষামন্ত্রী,জানালেন শাস্তি পাবে দোষী ছাত্র

কড়া হলেন শিক্ষামন্ত্রী,জানালেন শাস্তি পাবে দোষী ছাত্র

ফেল করা বি টেক -এর ছাত্রদের পাশ করানোর দাবীতে রাজাবাজার সায়েন্স কলেজের অধ্যাপক ভাস্কর দাসকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র নেতা গৌরব দত্ত মুস্তাফির বিরুদ্ধে। আগেই ভাস্কর বাবু কলেজ কর্তৃপক্ষ ও আমহার্স্ট স্ট্রিট থানায় গৌরবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এদিন তিনি শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে গৌরবের বিরুদ্ধে অভিযোগের প্রতিলিপি দেন। জানা গেছে এদিন শিক্ষামন্ত্রী বলেন,”শিক্ষককে মারধরের ঘটনা বরদাস্ত করা হলে উচ্চশিক্ষার মেরুদণ্ডই ভেঙে পড়বে।তাই অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷” জানা গেছে ভাস্কর বাবু বিধানসভায় শিক্ষামন্ত্রীর ঘরে গিয়েছিলেন দেখা করতে। অভিযুক্ত ছাত্রের মা ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে ভাস্কর বাবু ছাত্রের শাস্তি লাগু করার কথা বলেন। “নিগ্রহের ঘটনায় শাস্তি দেওয়া এবং অভিযুক্তের মায়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি একসঙ্গে বিবেচিত হবে না।” এমনটাই ভাস্কর বাবুকে জানান শিক্ষামন্ত্রী। ওই ছাত্র যাতে না আগামী ২ বছর কলেজের চৌকাঠ পেরোতে পারে তার ব্যবস্থা করলেই হবে বলে জানিয়েছেন অধ্যাপক। “এটি বিশ্ববিদ্যালয়ের বিষয়।শিক্ষামন্ত্রীর করণীয় কিছু নেই।” সাংবাদিকদের এমনটাই জানান ভাস্কর বাবু। ” ঘটনার পরিপ্রেক্ষিতে উনি এসেছিলেন। আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।” সূত্রের খবর পরবর্তী ক্ষেত্রে এমনটাই মন্তব্য করেন শিক্ষা মন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!