এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > অর্জুনের যোগদান কবে? সামনে এলো পাকা খবর! সীলমোহর বিজেপি নেতৃত্বের!

অর্জুনের যোগদান কবে? সামনে এলো পাকা খবর! সীলমোহর বিজেপি নেতৃত্বের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অর্জুন সিংহ যে বিজেপিতে যুক্ত হচ্ছেন, সেই সম্পর্কে আর কোনো জল্পনা নেই। গতকাল পর্যন্ত একটা গুঞ্জন ছিল। কিন্তু আজ সকালেই তিনি জানিয়ে দিয়েছেন, তিনি ভারতীয় জনতা পার্টি সঙ্গে নিজেকে সংযুক্ত করছেন। মূলত তৃণমূলের পক্ষ থেকে তাকে টিকিট দেওয়া হবে বলেও শেষ মুহূর্তে ব্যারাকপুরে পার্থ ভৌমিককে টিকিট দেওয়া হয়েছে। আর তারপর থেকেই বেসুরো হতে দেখা যাচ্ছিল অর্জুনবাবুকে। এমনকি তৃণমূল নেত্রীও জানিয়ে দিয়েছিলেন যে, কেউ কোথাও গেলেও তার কিছু এসে যায় না। আর তারপরেই আরও অভিমানে অর্জুন সিংহ স্পষ্ট করে দেন যে, তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন তিনি। স্বভাবতই এই পরিস্থিতিতে কবে তিনি বিজেপিতে যোগদান করবেন এবং কোথায় যোগদান করবেন, সেই সম্পর্কে একটি পাকা খবর সামনে এলো।

প্রসঙ্গত, আজ বিজেপিতে যোগদান করার খবর প্রকাশ করার সময়ই অর্জুন সিংহ জানিয়ে দেন যে, দেড়টা নাগাদ তিনি বলতে পারবেন, তিনি কবে বিজেপিতে যোগদান করছেন! অবশেষে দিল্লি থেকে পাকা খবর আসার পরেই অর্জুন সিংহ স্পষ্ট করলেন, তার গেরুয়া শিবিরের নাম লেখানোর কথা। তিনি জানিয়ে দিলেন, আজ তিনি দিল্লি যাচ্ছেন এবং আগামী কাল সেখানেই তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন। কিন্তু সাম্প্রতিককালে তো তৃণমূলের অনেক নেতা বিজেপিতে যুক্ত হয়েছেন। অনেকে ওজনদার নেতা বলেও পরিচিত। তাদেরকে তো দিল্লি নিয়ে যাওয়ার মত প্রয়োজন হয়নি। তাহলে অর্জুন সিংহের ক্ষেত্রে এটা হচ্ছে কেন? অনেকে বলছেন, শুধু অর্জুন সিংহ নয়, তার সঙ্গে আরও অনেক বড় মাপের কোনো নেতা বিজেপিতে যুক্ত হতে পারেন। সেই কারণেই হয়ত সেই মেগা যোগদানকে আরও বড় করে দেখানোর জন্যই বিজেপি অর্জুন সিংহকেও দিল্লিতে আসার নির্দেশ দিয়েছে। স্বাভাবিকভাবেই আগামীকাল বঙ্গ রাজনীতির জন্য যেমন একটা বড় চমক অপেক্ষা করছে, ঠিক তেমনই তৃণমূলের জন্য একটা অস্বস্তিকর কিছু তৈরি হতে পারে বলেই মনে করছেন একাংশ।

পর্যবেক্ষকদের মতে, লোকসভা ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় চাপের মুখে পড়তে চলেছেন। তার দল ভাঙতে শুরু করেছে। আর এবার যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, তারা কিন্তু আর কেউ তৃণমূলে ফিরে আসবেন না, এটা স্পষ্ট হয়ে গিয়েছে। কারণ এই দলের শেষের শুরু আসন্ন। ফলে তৃণমূল নামক ডুবন্ত নৌকায় কেউ চড়তে রাজি নয়। তাই অর্জুন সিংহ যেমন ভারতীয় জনতা পার্টিতে আগামী কাল দিল্লিতে গিয়ে যুক্ত হচ্ছেন, ঠিক তেমনই দিল্লিতে বিজেপিতে যুক্ত হওয়া ব্যক্তিদের নামের ক্ষেত্রেও থাকতে পারে বড়সড় চমক। যার ফলে বিজেপির পাল্লা যেমন অনেকটাই ভারী হবে, ঠিক তেমনই চাপে পড়বে তৃণমূল কংগ্রেস। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!