এখন পড়ছেন
হোম > জাতীয় > অবশেষে কি লাগু এক দেশ এক ভোট? লোকসভার আগেই বিরাট পদক্ষেপ!

অবশেষে কি লাগু এক দেশ এক ভোট? লোকসভার আগেই বিরাট পদক্ষেপ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-অবশেষে কি বহু প্রতীক্ষিত সেই এক দেশ এক ভোট লাগু হতে চলেছে গোটা দেশ জুড়ে? দেশে লোকসভা নির্বাচনের ঘোষণা হতে আর খুব বেশি দেরি নেই। প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদের মত করে প্রস্তুতি নিতে শুরু করেছে। আর তার মধ্যেই রাষ্ট্রপতির টেবিলে সেই এক দেশ এক ভোটের জন্য যে কমিটি হয়েছিল, সেই কমিটি তাদের রিপোর্ট জমা করলো। আর তার পরিপ্রেক্ষিতেই প্রবল জল্পনা ছড়িয়ে পড়েছে, তাহলে কি ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগেই এইরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে? এখনও পর্যন্ত যে সুপারিশ করা রিপোর্ট জমা পড়েছে, তাতে বেশ কিছু তথ্য রয়েছে। আর তার পরিপ্রেক্ষিতেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা।

সূত্রের খবর, ইতিমধ্যেই এক দেশ এক ভোটের জন্য যে কমিটি গঠন করা হয়েছিল, তারা আজকে রাষ্ট্রপতির টেবিলে তাদের রিপোর্ট পেশ করেছে যেখানে দেশের সর্বত্র একসাথে পঞ্চায়েত এবং পৌরসভা ভোট করার কথা বলা হয়েছে। অন্যদিকে বিধানসভা এবং লোকসভা ভোট একসঙ্গে করারও পরামর্শ দিয়েছে এই কমিটি। এক্ষেত্রে দুই ধাপে এই এক দেশ এক ভোট লাগু করার সুপারিশ পর্যন্ত করা হয়েছে কমিটিতে থাকা বিশেষজ্ঞদের তরফ থেকে। একাংশ বলছেন, বিরোধী দলগুলো অযাচিত ভাবে বিরোধিতা করবে। কিন্তু এক দেশ এক ভোট হলে বারবার ভোটাধিকার প্রয়োগ করা থেকে শুরু করে প্রচুর খরচ বেঁচে যাবে। তাই এর সুফল অনেক। তবে এটা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাই রাষ্ট্রপতির টেবিলের রিপোর্ট জমা করার পর সবকিছু দেখে কি সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্রীয় সরকার এবং দেশের সাংবিধানিক প্রধান, তা অবশ্যই লক্ষ্য রাখার মত বিষয়।

পর্যবেক্ষকদের মতে, লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকার এমন কিছু পদক্ষেপ নিয়েছে, যার ফলে এমনিতেই বিজেপি আবার যে ক্ষমতায় আসছে, এটা নিশ্চিত। তবে যদি এক দেশ এক ভোট লাগু হয়ে যায়, তাহলে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো, যারা ক্ষমতা পিপাসু, তারা এর বিরোধিতা করবেন। কিন্তু তাতে অবশ্য কারওর কিছু যায় আসে না। অনেকদিন ধরেই এই ব্যাপারে একটা জল্পনা চলছে। তাই শেষ পর্যন্ত রাষ্ট্রপতির সিদ্ধান্তের ওপরে অনেক কিছু নির্ভর করছে। সব মিলিয়ে এক দেশ এক ভোট নিয়ে কি সিদ্ধান্ত গ্রহণ হয় এবং শেষ পর্যন্ত তা জাতীয় রাজনীতিতে কি প্রভাব ফেলে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!