এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > গেরুয়া ম্যাজিক শেষ সহজেই, দিনহাটায় বড় জয় তৃণমূলের

গেরুয়া ম্যাজিক শেষ সহজেই, দিনহাটায় বড় জয় তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শেষ পর্যন্ত দিনহাটায় বহুপ্রতীক্ষিত জয় এল তৃণমূলের ঝুলিতে। কার্যত দিনহাটায় এবার উধাও গেরুয়া ম্যাজিক। একুশের বিধানসভা নির্বাচনে 56 ভোটে জিতে গিয়েছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। রাজনৈতিক মহলের অনেকেই তখন মন্তব্য করেছিলেন, কান ঘেঁষে জিতেছেন বিজেপি সাংসদ। যদিও জেতার পরেও তিনি তাঁর বিধায়ক আসনটি ছেড়ে দেন। বরং তিনি সাংসদ পদ ধরে রাখেন। এই অবস্থায় দিনহাটায় উপনির্বাচন অনিবার্য হয়ে পড়ে।

গত 30 অক্টোবর রাজ্যের চারটি কেন্দ্রে উপনির্বাচন হয়। যার মধ্যে দিনহাটা অন্যতম। আজকে উপনির্বাচনের গণনার শুরুতে দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ জানিয়ে দেন, এক লক্ষের বেশি ভোটে তিনি জয়লাভ করতে চলেছেন। আর কার্যত তাঁর সেই কথাই সত্য প্রমাণিত হলো গণনার শেষে। গণনার শেষে দেখা গেল দিনহাটার বিজেপি প্রার্থী উদয়ন গুহর সামনে কোনরকমভাবেই টিকতে পারলেন না। সাংসদ নিশীথ প্রামাণিকের বুথে বিজেপি ভোট পেয়েছে মাত্র 95 টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বরং তৃণমূল তার চারগুণ বেশী ভোট পেয়েছে। ওই একই বুথে তাঁদের ভোট সংখ্যা 360। তৃণমূল প্রার্থী উদয়ন গুহ দিনহাটায় জয়লাভ করলেন 1 লক্ষ 63 হাজার 5 ভোটে। মাত্র ছয় মাসের মধ্যেই বিজেপি ম্যাজিক শেষ। খুব সহজেই গেরুয়া শিবির হেরে গেল দিনহাটায়। আপাতত জানা যাচ্ছে, শুধু দিনহাটাই নয়, বাকি তিনটি আসনেও কিন্তু তৃণমূল জয়ের পথে। এবং প্রত্যেকটিতেই তৃণমূল বড় ব্যবধানে জিততে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এখনো পর্যন্ত শুধু দিনহাটাতেই জয় ঘোষণা হয়েছে। বাকি তিনটি আসনে তৃণমূলের জয়ের ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। তবে আজকের উপনির্বাচনের জয় রাজ্যের গেরুয়া শক্তিকে যে বেশ কয়েক কদম পিছিয়ে দেবে তা বলাইবাহুল্য। তৃণমূলের দাবী একুশের বিধানসভা নির্বাচনের পর বিজেপির উত্তরবঙ্গ ভাগ করা নীতি মানতে পারেনি উত্তরবঙ্গের মানুষ। ভোটেই সাধারণ মানুষ মতামত জানালেন। আপাতত গেরুয়া শিবির নিজেদের পরিস্থিতি সামলাতে এবার কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!