এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজীবকে নিয়ে ক্ষোভ! ইঙ্গিতপূর্ণ মন্তব্য সৌগতর, তীব্র গুঞ্জন!

রাজীবকে নিয়ে ক্ষোভ! ইঙ্গিতপূর্ণ মন্তব্য সৌগতর, তীব্র গুঞ্জন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2021 এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে যুক্ত হয়েছিলেন, ফলাফল প্রকাশের পর সেই সমস্ত নেতাকর্মীরা আবার তৃণমূলে ফিরে আসতে শুরু করেছেন। ইতিমধ্যেই রাজীব বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বিজেপি ছেড়ে যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে। যাকে কোনোমতেই মেনে নিতে পারছেন না তৃণমূলের নীচুতলার নেতাকর্মীরা। প্রত্যেকের মনেই এই গোটা বিষয় নিয়ে ক্ষোভ জমা হতে শুরু করেছে।

যে রাজীব বন্দ্যোপাধ্যায় এত কিছু পাওয়া সত্ত্বেও বিজেপিতে গিয়ে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তাকে নেওয়া কোনোমতেই উচিত হয়নি বলে দাবি করতে শুরু করেছেন তৃণমূলের একাংশ। স্বভাবতই এই পরিস্থিতিতে কীভাবে তৃনমূল কর্মীদের এই ক্ষোভকে সামাল দেবে, তা নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে। আর তার মাঝেই গোটা বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা গেল বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে সাংবাদিকদের তরফে সৌগত রায়কে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বর্ষীয়ান এই তৃণমূল সাংসদ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তারা নিশ্চয়ই এই ব্যাপারটি দেখবে। হ্যাঁ, এটা তো ঠিক, কিছু কিছু কর্মীদের আঘাত লেগেছে। দলের শীর্ষ নেতৃত্ব অবশ্যই গোটা বিষয়টি দেখবে।” অর্থাৎ সুকৌশলে এই তৃণমূল সাংসদ বুঝিয়ে দিলেন যে, কর্মীরা সকলে অন্য দল থেকে আসা নেতাদের গ্রহণ করার চেয়ে ভালো চোখে দেখছেন না। পাশাপাশি গোটা বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের উপরে ছেড়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে কৌশলী ভূমিকা গ্রহণ করতে দেখা গেল দমদমের তৃণমূল সাংসদকে বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!