এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দিনহাটায় তৃণমূলের জয়ে কাকে দোষের ভাগীদার করবে বিজেপি? ব্যাপক জল্পনা রাজনৈতিক মহলে

দিনহাটায় তৃণমূলের জয়ে কাকে দোষের ভাগীদার করবে বিজেপি? ব্যাপক জল্পনা রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনে দক্ষিণবঙ্গে বিজেপি মুখ থুবড়ে পড়লেও উত্তরবঙ্গই কিন্তু গেরুয়া শিবিরের মুখ রক্ষা করেছিল। দিনহাটায় মাত্র 56 ভোটে হলেও জয়লাভ করেছিলেন বিজেপির নিশীথ প্রামাণিক। কিন্তু সাংসদ হয়ে বিধায়ক পদে থাকতে তিনি নারাজ হন আর তাই পরবর্তীতে তিনি বিধায়ক পদ ছেড়ে দেন। উপ নির্বাচনের পরিস্থিতি এসে পড়ে। কিন্তু দেখা যাচ্ছে, দিনহাটায় এবার কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছে তৃণমূল। সেখানে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ তেরো রাউন্ডের শেষে 112741 ভোটে এগিয়ে রয়েছেন। ভোট গণনার শুরুতে এদিন উদয়ন গুহ জানিয়ে দেন, এক লক্ষের বেশি ভোটে এবার তৃণমূল জয় পাবে। আর ঠিক তাঁর কথাই ক্রমশ ফলতে দেখা যাচ্ছে।

অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের ধারণা, তৃণমূল যদি দিনহাটায় এবার এরকম বড়োসড়ো জয় পায়, তাহলে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের অস্তিত্ব সংকটে পড়বে। ইতিমধ্যেই কিন্তু দেখা গিয়েছে, এই উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করলেও বিভিন্ন জায়গায় কিন্তু উত্তরবঙ্গে বিজেপির সংগঠনে ভাঙন ধরেছে। ইতিমধ্যেই কিন্তু অনেক নেতা-কর্মী দলবদল করে তৃণমূলে যোগ দিয়েছেন। কিছুদিন আগেই প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপির কোচবিহারের জেলা সম্পাদক সুদেব কর্মকার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। দিনহাটা 1 নম্বর ব্লকের বহু বিজেপি নেতাও তৃণমূলে চলে এসেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর আগে দিনহাটা কেন্দ্রের বিজেপি সংযোজক কল্যাণ সরকার তৃণমূলে যোগ দিয়েছেন। অন্যদিকে ভোটের প্রচারেও পিছিয়ে ছিল দিনহাটায় বিজেপি বলে জানা গিয়েছে। প্রচারে বেরিয়ে গেরুয়া শিবিরের নেতাদের অস্বস্তিকর প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে নিশীথ প্রামাণিকের জয়ের পর সাংসদ পদ ধরে রাখতে বিধায়ক পদ ছেড়ে দেওয়া প্রসঙ্গে। অন্যদিকে বিজেপি আবার তৃণমূলের বিরুদ্ধে প্রচার পর্বে হামলার অভিযোগ তোলে। কার্যত দিনহাটায় গেরুয়া শিবিরের দূর্বলতার কথা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।

এই অবস্থায় উদয়ন গুহ যদি লক্ষাধিক ভোটে জয় পান, তাহলে কিন্তু কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি যথেষ্ট চাপের মুখে পড়বে বলে মনে করা হচ্ছে। ঠিক এই জায়গা থেকে নিশীথ প্রামাণিকের অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠছে। গেরুয়া শিবিরের অন্দরেও কান পাতলে শোনা যাচ্ছে বিভিন্ন সমালোচনা। আগামী দিনে দিনহাটা কেন্দ্রে বিজেপির হারের মূল্য চোকাতে হবেনা তো কেন্দ্রীয় মন্ত্রীকে ? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। আর সেদিকেই নজর রাখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!