এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূলের দুই হেভিওয়েট নেতার সংবর্ধনা ঘিরে সামনে এল তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব! বাড়ছে অস্বস্তি

তৃণমূলের দুই হেভিওয়েট নেতার সংবর্ধনা ঘিরে সামনে এল তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব! বাড়ছে অস্বস্তি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে বারবার মতবিরোধ গোষ্ঠীদ্বন্দ্বের কথা ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক মহলের পক্ষ থেকে শোনা গেছে। এবার তৃণমূল ছাত্র পরিষদ এর মধ্যেও দেখা গেল এমনি অন্তর্দ্বন্দ্বের ছবি। গতকাল বুধবার তৃণমূল ছাত্র সংগঠন টিএমসিপির মধ্যে চলল ব্যাপক অভন্তরীন বচসা ও সেইসঙ্গে উত্তেজনা।

স্থানীয় সংবাদ সূত্রে জানা গেছে, আগামী ২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কোচবিহার তৃণমূল ছাত্র পরিষদ এর তরফ থেকে একটি বিশেষ ভার্চুয়াল সভার আয়োজন করা হয়েছে। আগামী ভার্চুয়াল সভার প্রস্তুতি হিসেবে গতকাল বুধবার কোচবিহার জেলা তৃণমূল পাটি অফিসে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। এই বৈঠকেই তৃণমূল ছাত্র পরিষদ দলের একাংশ দলের একাংশ ব্যাপক উত্তেজনা ছড়ালো, যার ফলে উত্তপ্ত হয়ে উঠলো কোচবিহার জেলা তৃণমূল পার্টি অফিস চত্বর।

কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গতকাল কোচবিহার জেলা তৃণমূল পাটি অফিসে আয়োজিত এক বিশেষ বৈঠকে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় ও কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিজিৎ কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উক্ত অনুষ্ঠান আরম্ভ হওয়ার পর তৃণমূল ছাত্র দলের জনৈক প্রাক্তন ছাত্র নেতা তার বক্তব্য রাখতে মঞ্চে প্রবেশ করেছিলেন। আর এর পর থেকেই বেশ কিছু তৃণমূল ছাত্র পরিষদের সদস্য তাঁকে উদ্দেশ্য করে ‘ দূর হটো ‘ স্লোগান দিতে আরম্ভ করেন। আর এতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ছাত্রপরিষদের বেশ কিছু সদস্য নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে।

শেষ পর্যন্ত তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় এই পরিস্থিতিকে ঠান্ডা করতে এগিয়ে আসেন। তাঁর প্রচেষ্টাতেই নিয়ন্ত্রণে আসে পরিস্তিতি। কে বা করা এই পরিস্থিতির জন্য কারা দায়ী তার পর্যবেক্ষণ এর জন্য তিনি ৪ জন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন।

তৃণমূল ছাত্র দলের এই বছরের বচসা সম্পর্কে কোচবিহার তৃণমূল ছাত্রদলের সহ-সভাপতি সায়ন দ্বীপ গোস্বামী বলেছেন, ” এদিন পার্থপ্রতিম রায় ও অভিজিৎ দে ভৌমিককে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৮ আগস্ট সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভার্চুয়াল সভার প্রস্তুতি সভা হয়। সেখানে আগামী দিনের কর্মসূচি নিয়ে আমাদের দলীয় নেতৃত্ব সবকিছু বুঝিয়ে দেন। অন্য কোনও বিষয়ে আমি কোনও মন্তব্য করব না।” অন্যদিকে, এই বচসা সম্পর্কে জানতে জেলা সভাপতি পার্থপ্রতিম রায়কে একাধিকবার ফোন করা হলেও তাঁর ফোন সুইচ অফ পাওয়া গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!