এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শাহজাহান কাণ্ডে আরও বড় তথ্য ফাঁস! প্রবল বিপাকে পার্থ ভৌমিক, বোমা ফাটালেন অর্জুন!

শাহজাহান কাণ্ডে আরও বড় তথ্য ফাঁস! প্রবল বিপাকে পার্থ ভৌমিক, বোমা ফাটালেন অর্জুন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-যত দিন যাচ্ছে, ততই শেখ শাহাজাহান এবং সন্দেশখালির মানুষদের ওপর যারা অত্যাচার করেছে, তাদের নিয়ে একের পর কুকীর্তি ফাঁস হয়ে যাচ্ছে। প্রথম থেকেই বিরোধীরা দাবি করেছিল যে, শাহজাহান তো অন্যায় করেছেন তার বাহিনী নিয়ে। কিন্তু তাদের ওপর আশীর্বাদের হাত ছিল তৃণমূলের ওপরতলা থেকে। তা না হলে তারা এত জঘন্য কাজ করতে পারতেন না। তবে এবার কিছুদিনের জন্য তৃণমূলে যাওয়া অর্জুন সিংহ আবার বিজেপিতে ফিরে আসার ঘোষণা করতেই এক ভয়ংকর তথ্য ফাঁস করলেন। ব্যারাকপুরে তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে তিনি এমন এক কথা বললেন, যা শুনে অনেকেই চমকে যাবেন। স্পষ্ট হয়ে যাবে, তৃণমূলের সঙ্গে শাহজাহানের যে দৃঢ় সম্পর্ক ছিল, সেই সম্পর্কের সমীকরণ। কিন্তু কি বললেন অর্জুন সিংহ? যা নিয়ে টালমাটাল হয়ে পড়েছে রাজ্য রাজনীতি!

প্রসঙ্গত, ব্যারাকপুরে পার্থ ভৌমিককে টিকিট দেওয়ার পর থেকেই অর্জুন সিংহ তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দিয়েছিলেন। আর আজ তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন। আগামী কাল দিল্লিতে গিয়ে এই যোগদান পর্ব সম্পন্ন হবে। পাশাপাশি ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সঙ্গে শেখ শাহজাহানকে জড়িয়ে এক ভয়ঙ্কর অভিযোগ করেন অর্জুন সিংহ। তিনি দাবি করেন যে, নৈহাটির বিধায়কের সাহায্যে এখানে জমি কিনেছেন শেখ শাহজাহান। আর এখানেই অনেকের প্রশ্ন, তাহলে তো এতদিন বিরোধীরা যেটা বলেছিল, সেটা ঠিক ছিল? তৃণমূলের তরফে শেখ শাহজাহানকে প্রশ্রয় দেওয়া হয়েছিল বলেই তো তিনি ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছিলেন। তাই অর্জুন সিংহের এই মন্তব্যের পর এই সন্দেশখালীর অত্যাচারী বাহিনীর পেছনে পার্থ ভৌমিকের আশীর্বাদের হাত ছিল কিনা, সেটাও তদন্ত করে দেখা উচিত সিবিআইয়ের বলেই দাবি করছেন একাংশ।

পর্যবেক্ষকদের মতে, সন্দেশখালি যখন জ্বলে উঠেছিল, যখন শেখ শাহজাহানদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন সেখানকার মহিলারা, তখন সেখানে ড্যামেজ কন্ট্রোল করতে তৃণমূলের পক্ষ থেকে পাঠানো হয়েছিল এই পার্থ ভৌমিককেই। তাই অর্জুন সিংহের এই মন্তব্যের পর দুইয়ে দুইয়ে চার করতে শুরু করেছেন একাংশ। তারা বলছেন, তাহলে কি সত্যি সত্যিই পার্থ ভৌমিকের জন্যই শেখ শাহজাহানের এত বাড়বাড়ন্ত? অর্জুন সিংহের মন্তব্যের পর ভোটের মরশুমে কিন্তু তৃণমূল ব্যারাকপুরের প্রার্থীকে নিয়ে প্রচন্ড চাপে পড়ে গেল। যেভাবে ব্যারাকপুরের বর্তমান সাংসদ বোমা ফাটালেন তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে, তা অত্যন্ত মারাত্মক। বর্তমানে চর্চার চর্চিত কেন্দ্রে রয়েছে এই সন্দেশখালি। এবারের ভোটে সন্দেশখালি প্রবল ভাবে ফ্যাক্টর হবে তৃণমূলের বিরুদ্ধে বলেই মনে করছেন একাংশ। তাই সেই জায়গায় দাঁড়িয়ে অর্জুন সিংহ বিজেপিতে যোগদান করার আগে পার্থ ভৌমিককে নিয়ে যে ভয়ঙ্কর তথ্য ফাঁস করলেন, তাতে জেরবার গোটা তৃণমূল কংগ্রেস। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!