এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপি নেতার ‘নগরীর নটী’ মন্তব্যে ক্ষুব্ধ তনুশ্রী, মোদি-দিলীপ ঘোষকে নালিশ অভিনেত্রীর!

বিজেপি নেতার ‘নগরীর নটী’ মন্তব্যে ক্ষুব্ধ তনুশ্রী, মোদি-দিলীপ ঘোষকে নালিশ অভিনেত্রীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারে বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখল করতে বিজেপি বহু চেষ্টা করেছিল। এক্ষেত্রে বাংলা সিনেমা জগতের একাধিক দাপুটে অভিনেত্রীকে প্রার্থী করেছিল গেরুয়া শিবির। কিন্তু শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে শুরু করে পায়েল সরকার, এমনকি তনুশ্রী চক্রবর্তী প্রত্যেকে বিজেপির প্রার্থী হলেও, তারা পরাজিত হয়েছেন। আর এরপরেই সেই সকল অভিনেত্রীদের “নগরীর নটি” বলে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্ষিয়ান নেতা তথাগত রায়।

স্বাভাবিক ভাবেই অভিনেত্রীদের উদ্দেশ্যে বর্ষিয়ান বিজেপি নেতার এই ধরনের মন্তব্য তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেছেন তৃণমূলের তারকা বিধায়ক থেকে শুরু করে টলিউড জগতের বিশিষ্টজনেরা। তবে এবার তথাগত রায়ের এই ধরনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে টুইটে তার তীব্র প্রতিবাদ জানিয়ে নরেন্দ্র মোদী এবং দিলীপ ঘোষের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করলেন বিজেপির পরাজিত প্রার্থী তথা বিশিষ্ট অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে গেরুয়া শিবিরের অন্দরমহলে।

প্রসঙ্গত উল্লেখ্য, ভোটের আগে একটি রং উৎসবে যোগদান করতে দেখা যায় বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার এবং তনুশ্রী চক্রবর্তীদের। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। তবে ভোটে মদন মিত্র জয়লাভ করলেও, বিজেপির এই সমস্ত তারকা প্রার্থীরা পরাজিত হয়েছে। আর সেই কথা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্ন তুলে দেন বিজেপি নেতা তথাগত রায়। যেখানে তিনি লেখেন, “পায়েল, শ্রাবন্তী, পার্নো ইত্যাদি নগরীর নটিরা নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন। আর মদন মিত্রের সঙ্গে নৌকাবিলাসে সেলফি তুলেছে। তাদেরকে কে টিকিট দিয়েছিল? কেনই বা দেওয়া হয়েছিল?”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে দিলীপ ঘোষ থেকে শুরু করে কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ থেকে শুরু করে অরবিন্দ মেননের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে বর্ষিয়ান বিজেপি নেতা কেন এইভাবে মহিলাদের অপমান করছেন, তা নিয়ে দলের অন্দরে তৈরি হয় প্রশ্ন। আর এবার গোটা বিষয়ে সরব হতে দেখা গেল বিশিষ্ট অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে।

নিজের টুইটার প্রোফাইলে মহিলাদের অসম্মান করা নিয়ে তথাগত রায়ের উদ্দেশ্য ছুড়ে দেন তিনি। পাশাপাশি গোটা ঘটনায় নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, দিলীপ ঘোষ থেকে শুরু করে কৈলাস বিজয়বর্গীয়র মত নেতাদের ট্যাগ করেন বিজেপির এই তারকা অভিনেত্রী। সূত্রের খবর, এদিন নিজের টুইটার প্রোফাইল এই ব্যাপারে একটি প্রতিবাদ জানান তনুশ্রী চক্রবর্তী।

যেখানে তিনি লেখেন, “এক আত্ম মর্যাদাসম্পন্ন মহিলা হয়ে আমি এই টুইট করছি। বিজেপিতে স্মৃতি ইরানি, সুষমা স্বরাজের মত নেত্রী রয়েছে। যে মহিলারা সম্মান নিয়ে এতদিন কাজ করেছেন, তাদের প্রতি কুরুচিকর মন্তব্য করা হয়েছে। পাবলিক ডোমেইনে যে মন্তব্য তথাগত রায় করেছেন, তাতে আমরা তিনজন খুব কষ্ট পেয়েছি। দলের সদস্য হিসেবে আমি অবশ্যই এটা আভ্যন্তরীণ কর্তৃপক্ষকে জানাব। কারণ আমি বরাবর এবং এখনও দলের শৃঙ্খলায় বিশ্বাস করি।”

অর্থাৎ প্রকাশ্যে তেমনভাবে কোনো মুখ না খুললেও, তথাগত রায়ের এই মন্তব্যে যে তিনি যথেষ্ট হতাশ, তা অভিনেত্রীর এই ট্যুইটের মধ্যে দিয়েই প্রকাশ পাচ্ছে। পাশাপাশি গোটা ঘটনায় বিজেপি রাজ্য এবং কেন্দ্রীয়স্তরের শীর্ষ নেতাদের কাছে যে তিনি অভিযোগ জানাবেন, তা ট্যুইটের মধ্যে দিয়েই পরিষ্কার হয়ে গিয়েছে। যার জেরে বিজেপির পরাজিত প্রার্থী তথা বিশিষ্ট অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর তথাগত রায়কে যে কিছুটা হলেও অস্বস্তির মুখে ফেলে দিল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!