এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > আগামীদিনে কারা কারা বিজেপি ছাড়তে চলেছেন? শুনে নিন হেভিওয়েট সাংসদের বক্তব্য

আগামীদিনে কারা কারা বিজেপি ছাড়তে চলেছেন? শুনে নিন হেভিওয়েট সাংসদের বক্তব্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বিজেপির একের পর এক বিধায়ক, এমনকি দুবারের কেন্দ্রীয় মন্ত্রী দল ছেড়েছেন। আগামী দিনে আরও অনেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবেন, এমন দাবি বার বার করছে রাজ্যের শাসক দল তৃণমূল। এই পরিস্থিতিতে কারা কারা বিজেপি ছেড়ে দিতে পারেন, সে কথা জানালেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

কিছুদিন আগে লকেট চট্টোপাধ্যায় দলবদল করবেন, এমন একটা জল্পনা তীব্র হয়ে উঠেছিল। এ প্রসঙ্গে এক টুইট করতে দেখা গিয়েছিল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে। এরপর কুণাল ঘোষকে পাল্টা টুইট করে মোক্ষম জবাব দিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। আজ কারা কারা দল ছাড়তে পারেন? সে সম্পর্কে জানালেন তিনি। সেই সঙ্গেই দলের বেনোজলদের উদ্দেশ্যে দিলেন তিনি কঠোর বার্তা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

লকেট চট্টোপাধ্যায় জানালেন যে, বিধানসভায় তারা ২ কোটি ২৮ লক্ষ ভোট পেয়েছেন। বিজেপির বিধায়ক সংখ্যা ৩ থেকে বেড়ে ৭৭ এ পৌঁছে গেছে। এটা তাঁদের সাফল্য বলেই মনে করছেন তিনি। তাঁরা মহিলাদের অধিকার নিয়ে লড়াই করছেন। মানুষ তা বুঝতে পেরেছেন। আগামী দিনেও তাঁরা লড়াই করবেন। তিনি জানালেন, যারা শুধুমাত্র নিজেদের লাভের জন্য বিজেপিতে যোগদান করেছিলেন, তাঁরা যত তাড়াতাড়ি দল ছাড়বেন, ততই মঙ্গল।

আবার, লখিমপুরের ঘটনা নিয়েও তৃণমূলকে প্রবল কটাক্ষ করলেন তিনি। লকেট চট্টোপাধ্যায় জানালেন, লখিমপুরে তৃণমূলের পক্ষ থেকে প্রতিনিধিদের পাঠানো হচ্ছে। কিন্তু ভোট পরবর্তী হিংসায় রাজ্যে বিজেপির ৫১ জন কর্মীর মৃত্যু হয়েছে। তাদের বাড়ি যেতে দেখা যায়নি তৃণমূলের কোন নেতাকে। তৃণমূলের এই নাটক মানুষ বুঝতে পেরে গেছেন।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদানের ঢল নেমেছিল। কিন্তু নির্বাচনে বিজেপির পরাজয়ের পর উল্টো স্রোত তৈরি হয়েছে। বিজেপি থেকে একের পর এক নেতাকর্মী তৃণমূলে যোগদান করতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে দলের বেনোজলদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন লকেট চট্টোপাধ্যায়। সেইসাথে কারা কারা দল ছাড়তে পারেন? তাঁর নির্দেশও করলেন তিনি।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!