এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > শেষ দফাতেও সংঘর্ষের খবর, অভিযোগ-পাল্টা অভিযোগ তৃণমূল ও জোটের দিকে

শেষ দফাতেও সংঘর্ষের খবর, অভিযোগ-পাল্টা অভিযোগ তৃণমূল ও জোটের দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের মতন রাজ্য বিধানসভা নির্বাচনে আজ অর্থাৎ শেষ দফা সম্পন্ন হচ্ছে আজ। কিন্তু গত ছয় দফার মতন শেষ দফাতেও বাংলার বিধানসভা নির্বাচনে রাজনৈতিক হিংসা অব্যাহত। নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবশ্য বারবার বলা হচ্ছে, শান্তিপূর্ণ নির্বাচনের কথা। কিন্তু নির্বাচন কমিশনের বার্তা এবং বাস্তব দুটো সম্পূর্ণ আলাদা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই।

মুর্শিদাবাদ জেলাতেও আজকে ভোট হচ্ছে। অষ্টম দফার নির্বাচনে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি বিধানসভা কেন্দ্রে সকাল থেকেই শুরু হয়েছে ব্যাপক গন্ডগোল। তবে এখানে তৃণমূলের সঙ্গে বিজেপির নয়, তৃণমূলের সঙ্গে সংযুক্ত মোর্চা অর্থাৎ জোটের মধ্যে সংঘর্ষ বাধে।

সূত্রের খবর, এই সংঘর্ষের ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সিপিএমের বিরুদ্ধে গুলি চালানোর পাশাপাশি হরিহরপাড়া বিধানসভা এলাকায় কংগ্রেস সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

কান্দি এবং বহরমপুর থেকেও গোলমালের খবর পাওয়া যাচ্ছে। তবে জলঙ্গিতে সব থেকে বড় ঘটনাটি ঘটেছে চক মথুরা এলাকায়। জানা গিয়েছে, দুদলের সংঘর্ষে 6 জন তৃণমূল সমর্থক আহত হয়েছেন গুলিতে। আবার পাল্টা তৃণমূলের হামলায় বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই ছয় জন গুলিবিদ্ধ তৃণমূল কর্মীদের সাদিখাঁরদিয়াড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর দেখে তাঁদের মধ্যে তিনজনকে বহরমপুর হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ ভোট দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের ব্যাপক গন্ডগোল শুরু হয় জলঙ্গি বিধানসভা কেন্দ্রে। তৃণমূলের অভিযোগ সিপিএম গুলি চালায় এবং তাতে তিন মহিলা সহ 6 জন তৃণমূল কর্মী আহত হন। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।

অন্যদিকে জানা গিয়েছে, জলঙ্গি বিধানসভার অন্তর্গত ঘোষপাড়া অঞ্চলের রাইপাড়ায় 233/234 নম্বর বুথের সামনে তৃণমূল এবং সংযুক্ত মোর্চার সমর্থকদের মধ্যে প্রথমে বচসা শুরু হয় এবং তারপর শুরু হয় ব্যাপক হাতাহাতি। এই সংঘর্ষে বেশ কয়েকজন সংযুক্ত মোর্চার কর্মী সমর্থকও আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে।

তাদের প্রত্যেককেই ডোমকল হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসা চলছে তাঁদের। শেষ দফার নির্বাচনেও যেভাবে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা সামনে আসছে, তাতে প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের দিকে। একই সাথে প্রশ্ন উঠছে প্রশাসনের দিকেও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!