এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত নিয়ে নির্বাচন কমিশনের নতুন ঘোষণা নিয়ে সমালোচনার ঝড়

পঞ্চায়েত নিয়ে নির্বাচন কমিশনের নতুন ঘোষণা নিয়ে সমালোচনার ঝড়


নির্বাচনে প্রার্থী নিয়ে বড় ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনের। এদিন নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে আগে পঞ্চায়েত নির্বাচনে পার্শ্বশিক্ষকরা প্রার্থী হতে পারলেও এবার থেকে আর তা পারবেন না। তবে শুধু প্যারাটিচাররাই নয় এবারের সেই তালিকায় রয়েছেন শিক্ষাবন্ধু সহ গ্রাম রোজগার সেবক, ভিলেজ লেবেল ইন্টারপ্রেনার(ভিএলই), স্কিল্ড টেকনিক্যাল পার্সন(এসটিপি), এএনএম-১ ও ২, ইউথ ভলন্টিয়ার প্রভৃতি পদের কর্মীরা। জানা গেছে এই নিয়ে রাজ্য নির্বাচন কমিশন নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে। যদিও হাই ও প্রাইমারি স্কুলের শিক্ষকরা পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারবেন বলে জানা গেছে।এর এই নিয়েই প্রশ্ন উঠেছে রাজনৈতিকমহলে তথা বিরোধী শিবিরে।এই নিয়ে বিরোধীরা শাসকদলের চক্রান্তের অভিযোগ তুলেছেন। বিরোধীদের দাবি কে কে প্রার্থী হতে পারবেন সেই নিয়ে মনোনয়ন জমা দেবার পক্রিয়া শুরুর পর কেন নির্দেশিকা জারি হলো? অনেক দলের প্রার্থী আছেন যাঁরা এই সব কাজে যুক্ত তাঁরা মনোনয়ন জমাও দিয়ে দিয়েছেন ফলে এখন তাদের ভবিষ্যৎ কি ?আর যদি তাদের মনোনয়ন বাতিল হয় তবে নতুন করে প্রার্থী কোথায় পাবে ? শাসকদলের অঙ্গুলিহেলনে এই কাজ করেছে রাজ্য নির্বাচন কমিশন বলেও অভিযোগ বিরোধী শিবিরের। এই নিয়ে বিরোধীদের আরো দাবি যে যখন সন্ত্রাস করে আর আটকাতে পারছে না সরকার তখন এইভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!