সবং উপনির্বাচন: নিজেদের প্রার্থী ঘোষণা করল কংগ্রেস বিশেষ খবর রাজ্য November 28, 2017 ২০১৬ বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে জোট করে সবং বিধানসভা থেকে যেতেন কংগ্রেস প্রার্থী মানস ভূঁইয়া। কিন্তু পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে রাজ্যসভার সদস্য হন, আর তাই সবংয়ে আসন্ন উপনির্বাচন। সবং বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি, কিন্তু কংগ্রেসের মূল কান্ডারি এখন বিপরীত শিবিরে, শুধু তাই নয়, সেখানে এবার ঘাসফুলের টিকিটে প্রার্থী হয়েছেন মানস-পত্নী গীতারানি ভূঁইয়া। আর তাই কিছুটা ব্যাকফুটে কংগ্রেস বলে রাজনৈতিক মহলের ধারণা। এই পরিস্থিতিতে আজ বিধানভবনে সবং উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসাবে চিরঞ্জিত ভৌমিকের নাম ঘোষণা করল। আপনার মতামত জানান -