নিজের গড়ে আবার শুভেন্দু ম্যাজিক, এবার কি বিজেপির ঘরে তিনিও? বিশেষ খবর রাজ্য December 7, 2017 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় গাঁধী মূর্তির কাছে যুব তৃণমূল কংগ্রেসের সংহতি দিবসে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি শুভেন্দু অধিকারী আসেননি কারণ তখন শুভেন্দুবাবু একই উপলক্ষ্যে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় সংহতি দিবস পালন করলেন। কলকাতার জনসভার তুলনায় অনেকটা কম হলেও তার সভায় উপচে পড়েছিল ভিড়। বুধবার আবার নিজের শক্তি দেখালেন শুভেন্দু অধিকারী। যদিও রাজনৈতিক মহলের মতে, কলকাতার তুলনায় এখানকার সভায় ভিড় কম হলেও তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা কলকাতার সভার প্রাণভোমরা ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ও বর্তমানে শাসকদলের ‘ম্যাজিক-মাস্টার’ তথা ‘প্রাণভোমরা’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই সেখানে ভিড় হওয়াটা স্বাভাবিক কেননা মমতা না অভিষেক ম্যাজিক বলেও একটি কথা আছে। কিন্তু শুভেন্দু অধিকারী সেই তুলনায় বন্দোপাধ্যায় পরিবারের কেউ নন। যদিও দলের ডাকসাইটে নেতা হিসাবে তাঁর আকর্ষণও কম নয়। তছাড়া কলকাতার সভায় তাবড় তাবড় নেতা নেত্রীরা হাজির ছিলেন আর ডেবরার সভায় একা তিনি। সুতরাং তিনি একা কামাল দেখতে পারেন এটা আবার প্রমাণিত। যদিও নিজের জেলা পূর্ব মেদিনীপুরে বরাবরই অত্যন্ত জনপ্রিয় শুভেন্দু অধিকারী। আর তাই রাজনৈতিক মহলের ধারণা যে এবার বিজেপি শুভেন্দুবাবুকে তাঁদের দিকে টানার চেষ্টা করবেন কেননা মুকুলবাবু যাবার পর বঙ্গে বিজেপির শক্তি অনেকটাই বেড়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা আর তার উপরে যদি শুভেন্দুবাবুকে পাওয়া যায় তবে তো কেল্লাফতে। অন্যদিকে এদিন ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যেও এই রকম এক আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে শুভেন্দুকে গ্রেফতার করার ভয় দেখানো হচ্ছে। আর শাসকদলের নেতা-কর্মীদের মতে তা আদতেই অমূলক আশঙ্কা নয়। তবে সবটাই এখন সম্ভাবনার স্তরে, ভবিষ্যৎই বলবে কি হতে চলেছে আগামী দিনে। আপনার মতামত জানান -