এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অভিষেক ঘনিষ্ঠের হাত ধরেই অধীর গড়েও কি শুভেন্দুর পায়ের তলায় মাটি কাড়ার কাজ শুরু হয়ে গেল?

অভিষেক ঘনিষ্ঠের হাত ধরেই অধীর গড়েও কি শুভেন্দুর পায়ের তলায় মাটি কাড়ার কাজ শুরু হয়ে গেল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –কথা ছিল, বৃহস্পতিবার সাংগঠনিক বৈঠকে তৃণমূলে বড়সড় জায়গা পেতে চলেছেন শুভেন্দু অধিকারী। অনেকে প্রায়ই ধরেই নিয়েছিলেন যে, শুভেন্দুবাবুই হচ্ছেন দলের রাজ্য সভাপতি। কিন্তু হায় অদৃষ্ট! তেমন কোনো সিদ্ধান্তই নিতে দেখা গেল না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উল্টে পর্যবেক্ষক পদটিই তুলে দিলেন তৃণমূল নেত্রী। স্বাভাবিকভাবেই পর্যবেক্ষক শুভেন্দুবাবু যে সমস্ত জেলার দায়িত্বে ছিলেন, সেই সমস্ত জেলা থেকে তিনি এমনিতেই সরে গেলেন। যার ফলে রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছে, তাহলে কি শুভেন্দু অধিকারীকে কাবু করার জন্য তিনি একাধিক জেলার দায়িত্বে রয়েছেন?

তাই তার প্রভাব কমাতেই পর্যবেক্ষক পদ তুলে দেওয়া হল? প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের শক্তঘাঁটি ছিল। কিন্তু সেই জেলায় ঘাসফুল ফোটাতে তৃণমূলের তরফে দায়িত্ব দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে। আর দায়িত্ব পাওয়ার সাথে সাথেই সেখানে ব্যাপক পরিবর্তন করে সংগঠনকে চাঙ্গা করেন শুভেন্দুবাবু। যার ফলে কংগ্রেসের ঘাড়ে ক্রমাগত নিঃশ্বাস ফেলতে শুরু করে তৃণমূল কংগ্রেস।

আর এই পরিস্থিতিতে যখন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের পক্ষে প্রায় চলে এসেছে, ঠিক তখনই জেলা পর্যবেক্ষক পদ তুলে দিয়ে শুভেন্দু অধিকারীর ডানা ছেঁটে দিল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, এক্ষেত্রে অনেকটাই গুরুত্ব দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত নেতা সৌমিক হোসেনকে।

সূত্রের খবর, এবার মুর্শিদাবাদ জেলার কো-অর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছে সৌমিক হোসেন। স্বভাবতই শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর সৌমিক হোসেনের গুরুত্ব কিছুটা কমলেও, এবার শুভেন্দু অধিকারীকে পর্যবেক্ষক থেকে সরিয়ে দেওয়ার পর সৌমিক হোসেনের গুরুত্ব আবার বৃদ্ধি পাওয়ায় রীতিমতো খুশি তার অনুগামীরা। তাহলে কি যে সমস্ত জায়গায় শুভেন্দু অধিকারী দায়িত্বে ছিলেন, সেই সমস্ত জায়গা সহ তৃণমূলের গঠনতন্ত্র অনুযায়ী পর্যবেক্ষক তুলে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাব বাড়ানোর চেষ্টা হচ্ছে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে সৌমিক হোসেনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও তারা যে দায়িত্ব দিয়েছেন, তা নিষ্ঠার সঙ্গে পালন করেছি। এদিন যে দায়িত্ব দিয়েছেন, সেটাও অক্ষরে অক্ষরে পালন করব। যারা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবেন, আমি তাদের পাশে আছি। পুরনো তৃণমূল কর্মীদের অপমান আমি কোনভাবেই মেনে নেব না।”

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সৌমিক হোসেন এই কথা বলে বুঝিয়ে দিলেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাদে তিনি কাউকেই আর মানেন না। তাহলে কি শুভেন্দু অধিকারী এতদিন পর্যবেক্ষক থাকলেও, এবার তাকে সরিয়ে দেওয়ায় তার গুরুত্ব বৃদ্ধি করায় সৌমিকবাবু খুশি? উঠতে শুরু করেছে প্রশ্ন।

আর এখানেই রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, আদতে পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর গুরুত্ব কমিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব জেলায় জেলায় বৃদ্ধি করতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার ফলস্বরুপ এখন যে সমস্ত জায়গায় শুভেন্দু অধিকারী দায়িত্বে ছিলেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের দায়িত্ব দিয়ে বন্দ্যোপাধ্যায় পরিবারের হাতে দলের রাশ আনতে চাইছেন তৃণমূল নেত্রী বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!