অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে কেন এলেন না শুভেন্দু অধিকারী? রাজ্য December 7, 2017 অনেকেরই মনে হতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়োজিত সমাবেশে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি শুভেন্দু অধিকারী আসেননি কারণ তৃণমূলের সাথে তাঁর দূরত্ত্ব তৈরী হয়েছে। তবে ভুল করছেন না এমন কোনো ঘটনা নয়। যখন কলকাতায় গাঁধী মূর্তির কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব তৃণমূল কংগ্রেসের সংহতি দিবস পালিত হচ্ছে তখন শুভেন্দুবাবু একই উপলক্ষ্যে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় সংহতি দিবস পালন করলেন। কলকাতার জনসভার তুলনায় অনেকটা কম হলেও তার সভায় উপচে পড়েছিল ভিড়। আর এই সমাবেশের কারণেই তিনি অনুপস্থিত ছিলেন। আপনার মতামত জানান -