এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নতুন করে কি শুরু হতে চলেছে সারদা মামলা? নয়া পদক্ষেপে বাড়ছে জল্পনা!

নতুন করে কি শুরু হতে চলেছে সারদা মামলা? নয়া পদক্ষেপে বাড়ছে জল্পনা!

বহুদিন হয়ে গেল, সারদা চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত শুরু হয়েছে। কে বা কারা আমানতকারীদের টাকা সর্বশান্ত করে নিল, তা নিয়ে চলছে তদন্ত। কিন্তু প্রায় পাঁচ বছর ধরে চলা এই তদন্ত কবে শেষ হবে, এখন তার দিকেই নজর রয়েছে সকলের। তবে সবাই যখন এই সারদা মামলা সমাপ্ত হয়ে যাবে বলে মনে করছে, ঠিক তখনই নতুন করে এই ব্যাপারে মামলা নিতে শুরু করল কেন্দ্রীয় সংস্থা সিবিআই। কিন্তু হঠাৎ এমন পদক্ষেপ করা হল কেন!

জানা গেছে, সম্প্রতি ঘাটাল আদালতের পক্ষ থেকে রাজ্যের একটি মামলাকে আলিপুর আদালতে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। আর এই মামলাটি সিবিআইয়ের প্রধান মামলা আরসি৪ এর কেসের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে বলে খবর। তবে ইতিমধ্যেই এই মামলায় সিবিআই তাদের মূল চার্জশিট জমা দিয়ে দিয়েছে। কিন্তু তারপরেও তদন্ত চালিয়ে যাওয়ার জন্য সিবিআইয়ের পক্ষ থেকে আদালতে অনুমতি চাওয়ায় তৈরি হয়েছে গুঞ্জন।

মূলত সিবিআইয়ের পক্ষ থেকে যে তিনটি মামলা করা হয়েছিল, সেখানে প্রধান মামলাটি ছিল, আরসি৪ সারদার রিয়েলটি সংস্থার বিরুদ্ধে। যেখানে দেবযানী মুখোপাধ্যায় থেকে শুরু করে সুদীপ্ত সেন সহ কুনাল ঘোষের নাম পর্যন্ত ছিল। আর এবার কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে ঘাটাল আদালতে আবেদন করে জানানো হয়েছে যে, তারা নতুন কোনো মামলা না করলেও, রাজ্যের যে সমস্ত মামলায় এখনও তারা ছুঁয়ে দেখেনি, সেই মামলাগুলোকে নিজেদের মামলার ভেতরে ঢোকানো হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এই মামলায় আদালতে সিবিআই জানিয়েছে যে, সেই সারদা রিয়েলটি নিয়ে আরসি৪ মামলায় সারদার বিরুদ্ধে 774 কোটি 33 লাখ 59 হাজার 929 টাকা তোলার অভিযোগ রয়েছে। যার মধ্যে 569 কোটি 26 লাখের টাকা আমানতকারীদের ফেরত দেওয়া হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, ঘাটাল আদালতে এই মামলাটি গত 2013 সালের 2 রা ডিসেম্বর দায়ের করেছিলেন শ্যামাপদ মন্ডল নামে এক ব্যক্তি।

যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে এই মামলার প্রক্রিয়া চালানো হচ্ছিল। যার ফলে এই মামলাতে হাজিরা দেওয়ার জন্য ঘাটাল আদালত পর্যন্ত যেতে হচ্ছিল সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়কে। কিন্তু এবার সিবিআই নিজেদের হাতে এই মামলা নেওয়ায় তাদের আর ঘাটাল পর্যন্ত যেতে হবে না বলেই মনে করছে একাংশ। তবে সারদার আর্থিক কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্ত শেষে মুখে চলে এলেও, ঘাটাল আদালতের মামলা নিয়ে কতদিন তদন্ত চলে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!