এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভা জয়ে রাজ্যে পা জেপি নাড্ডার, উদ্বোধন ১১ টি বিজেপি কার্যালয়ের! চাপে বিরোধীরা!

বিধানসভা জয়ে রাজ্যে পা জেপি নাড্ডার, উদ্বোধন ১১ টি বিজেপি কার্যালয়ের! চাপে বিরোধীরা!


2019 এর লোকসভা নির্বাচনে সারা দেশজুড়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল ভারতীয় জনতা পার্টি। দ্বিতীয়বারের জন্য কেন্দ্রের ক্ষমতা দখল করেছে তারা। তবে দুই দুইবার কেন্দ্রের ক্ষমতায় বিজেপি আসীন হলেও, সাম্প্রতিককালে বেশকিছু রাজ্যের নির্বাচনে পর্যুদস্ত হতে হয়েছে গেরুয়া শিবিরকে। মহারাষ্ট্র থেকে শুরু করে মধ্যপ্রদেশ এমনকি সম্প্রতি দিল্লিতে বহু চেষ্টা করেও জয় নিজেদের দিকে আনতে পারেনি বিজেপি। তবে একের পর এক রাজ্যে তারা পর্যুদস্ত হলেও, এবার সামনের দিন যাতে ভালো হয়, তার জন্য প্রস্তুতি শুরু করে দিল বিজেপি শীর্ষ নেতৃত্ব।

সূত্রের খবর, এবার বিহারের বিধানসভার নির্বাচনে সাফল্য পেতে উন্নয়নমূলক কাজের উপরে ভরসা করে বিহারে পা রেখে সংগঠনকে চাঙ্গা করার কাজ শুরু করে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। জানা গেছে, শনিবার বিহারে বিজেপির এগারোটি কার্যালয়ের উদ্বোধন করেন দলের সর্বভারতীয় সভাপতি। পাশাপাশি আগামী দিনে কিভাবে কাজ করতে হবে, তার জন্য দলের নেতাকর্মীদের বার্তা দিতেও দেখা যায় তাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, এদিন কেন্দ্রীয় সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে দলের নেতাকর্মীদের ব্যাপক প্রচারের নির্দেশ দেন জেপি নাড্ডা। এদিন তিনি বলেন, “বিহারের ওপরে নরেন্দ্র মোদির আশীর্বাদ রয়েছে। আগামী দিনে উন্নয়নের ক্ষেত্রে যা যা প্রয়োজন, তার সব সাহায্য করা হবে। কেন্দ্র পর্যাপ্ত আর্থিক সাহায্য দিয়েছে বিহার সরকারকে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যের উন্নয়নে যথাযথভাবে খরচ করেছেন।”

বিশেষজ্ঞরা বলছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি বিহারে এসে নিজেদের দলের সংগঠনকেও চাঙ্গা করার ব্যাপক চেষ্টা করলেন। কেননা বর্তমানে বিহারের জেডিইউয়ের সঙ্গে বিজেপির থাকলেও ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে এগোবে, তা এখনই বলতে পারবেন না কেউ। তাই কারও উপর ভরসা না রেখে যাতে নিজেদের সংগঠনকে আরও চাঙ্গা করা যায়, এদিন তার জন্য কর্মীদের বার্তা দিলেন তিনি।

পাশাপাশি নিতিশ কুমারকেও ক্ষুব্ধ না করে, তার প্রশংসা করেও তাকে নিজেদের দিকে রাখার চেষ্টা করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি বলে মত বিশেষজ্ঞদের। তবে বিহারের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকে সেখানে সংগঠনকে শক্তিশালী করার কথা জেপি নাড্ডা শোনালেও কর্মীরা কতটা তা করতে সক্ষম হন, তা ভোটবাক্স খোলার পরেই বোঝা যাবে বলে দাবি বিশ্লেষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!