এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নির্বাচন কমিশনারকে তৃণমূলের পতাকা হাতে নিয়ে জয় বাংলা স্লোগান দেবার নিদান বিজেপির রাজ্য সভাপতির

নির্বাচন কমিশনারকে তৃণমূলের পতাকা হাতে নিয়ে জয় বাংলা স্লোগান দেবার নিদান বিজেপির রাজ্য সভাপতির


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বারবার সরব হয়েছে একাধিক বিরোধী শিবির। রাজ্যের নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, তা রাজ্যের শাসক দল তৃণমূলের নির্দেশে কাজ করে থাকে, এমন অভিযোগ উঠেছে বিরোধী শিবির থেকে। এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, নির্বাচন কমিশনারকে অবিলম্বে পদত্যাগ করে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে জয় বাংলা স্লোগান দিতে দিতে রাস্তায় ঘুরে বেড়ানো উচিত। সেটা হলেই তাঁকে ভালো মানাবে।

গতকাল পুরভোট চলাকালীন সময়ে বিজেপি বিধায়কদের এমএলএ হোস্টেলে আটকে দিয়েছিল পুলিশ। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানালেন, এই কাজ সম্পূর্ণ অগণতান্ত্রিক। এই ধরনের কাজ করা একেবারেই উচিত নয়। বিধায়কেরা যদি বাইরে বেরিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা করতেন, তাহলেও না হয় মেনে নেওয়া যেত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য রাখলেন তিনি। রাজ্যের নির্বাচন কমিশনকে প্রবল কটাক্ষ করে তিনি জানালেন, এরকম দলদাস নির্বাচন কমিশনকে তাঁরা ধিক্কার জানাচ্ছেন। বিশেষ করে নির্বাচন কমিশনের মাথায় যিনি বসে আছেন, সেই নির্বাচন কমিশনারকে তিনি বলতে চান, অবিলম্বে পদত্যাগ করে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে জয় বাংলা স্লোগান দিতে দিতে রাস্তায় ঘুরে বেড়াতে। এটাই তাঁকে ভালো মানাবে।

বিজেপির রাজ্য সভাপতি আরও জানালেন, গণতান্ত্রিক পদ্ধতিতে তাঁরা প্রতিবাদ জানাবেন। এর বিরুদ্ধে রাজপথে নামবেন। এর সঙ্গে সঙ্গেই আইনজীবীর সঙ্গেও কথা বলবেন তিনি। তিনি জানালেন, শাসকদল তৃণমূল বারবার প্রমাণ করছে রাজ্যে উন্নয়ন বলে কোন কিছুই হয়নি। যদি উন্নয়ন হতো তাহলে এভাবে ভোট লুট, ক্যামেরায় কাগজ সেঁটে দেওয়া, ভাঙচুর করা, বিজেপি প্রার্থী মীনা দেবী পুরোহিতের কাপড় ধরে টানাটানি করা, ভোটের পর রাজর্ষি লাহিড়ীকে মারধর করা এসব হতো না। রাজ্যের শাসক দল তৃণমূল প্রমাণ করছে যে, উন্নয়ন বলে কিছুই হয়নি। যা হয়েছে তার সবটাই হয়েছে আইওয়াশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!