এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বুদ্ধিজীবীদের হঠাৎ ‘চা-চক্রে’ আমন্ত্রণ রাজ্যপালের, শুরু চূড়ান্ত জল্পনা

মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বুদ্ধিজীবীদের হঠাৎ ‘চা-চক্রে’ আমন্ত্রণ রাজ্যপালের, শুরু চূড়ান্ত জল্পনা


মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বুদ্ধিজীবীদের হঠাৎ ‘চা-চক্রে’ আমন্ত্রণ রাজ্যপালের, শুরু চূড়ান্ত জল্পনা। একদিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে সন্ত্রাস তারই মধ্যে এবার রাজ্যের বিশিষ্ট জনেদের চা-চক্রে আমন্ত্রণ জানালেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। আমন্ত্রনের তালিকায় রয়েছেন, কবি শঙ্খ ঘোষ, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কবি জয় গোস্বামী,

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

নবনীতা দেবসেন, নৃসিংহ প্রসাদ ভাদুরী, সুগত বসু, সুকান্ত চৌধুরী, সুরঞ্জন দাস প্রমুখ। তবে কি বিষয়ে এই চা- চক্র তা চিঠিতে বলেননি রাজ্যপাল। ইতিমধ্যেই কবি শঙ্খ ঘোষ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন। এদিকে শীর্ষেন্দু মুখোপাধ্যায় জানান তিনি এখনও কোনো সিদ্ধান্ত নেন নি। বিশিষ্ট জনেদের সাথে আলোচনা বজায় রাখতেই এবার রাজ্যপাল কবি, ইতিহাসবিদদের আমন্ত্রণ জানিয়েছেন। রাজভবন সূত্র থেকে জানা গেছে পরবর্তী ক্ষেত্রে সমাজের অন্যান্য অংশের বিশিষ্টজনেদেরও আমমন্ত্রন জানানো হবে।রাজ্যে পঞ্চায়েত নিয়ে যে সন্ত্রাস চলছে তা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। সঙ্গে দিয়েছেন বুদ্ধিজীবীমহল ও। তাই কি এবার রাজ্যপাল শাসকদলের সন্ত্রাস এর বিরুদ্ধে দাঁড়াতে বুদ্ধিজিবীদের সাহায্য চাইছেন। এই নিয়েই জল্পনা ছড়িয়েছে রাজনৈতিকমহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!