এখন পড়ছেন
হোম > জাতীয় > হোলির আনন্দকে ঢেকে দিচ্ছে করোনার ত্রাস, গত ২৪ ঘন্টায় তীব্র সংক্রমণ দেশজুড়ে

হোলির আনন্দকে ঢেকে দিচ্ছে করোনার ত্রাস, গত ২৪ ঘন্টায় তীব্র সংক্রমণ দেশজুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবার রেকর্ড গড়লো করোনা। গত ২৪ ঘন্টায় দেশের ৬৮ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হলেন। যা চলতি বছরের দৈনিক করোনা আক্রান্তের একটি রেকর্ড। অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন প্রায় ৩০০ জন মানুষ। তবে আশার কথা একটাই, গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ৩২ হাজারেরও বেশি মানুষ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানা যাচ্ছে যে, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ২০ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে মোট ২৯১ জনের। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৫ লক্ষ ২১ হাজার ৮০৮ জন। আবার এখনো পর্যন্ত করোনার ভ্যাকসিন দেয়া হয়েছে দেশের মোট ছয় ৬ কোটি ০৫ লক্ষ ৩০ হাজার ৪৩৫ জনকে। গত 24 ঘন্টায় করোনার ভ্যাকসিন দেয়া হয়েছে মোট ৬০ হাজার ৬৫৩ জনকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দেশের সার্বিক করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দেশের মোট ৭টি স্থানে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। যে গুলি হল- মহারাষ্ট্র, পাঞ্জাব, কেরালা, কর্ণাটক, ছত্রিশগড়, গুজরাট ও রাজধানী দিল্লি। এই রাজ্য গুলির মধ্যে দেশের ৮০ % সংক্রমণ ঘটেছে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে মহারাষ্ট্রে।

মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় মোট ৪০ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে মোট ১০৮ জন মানুষের। মহারাষ্ট্রে রাজ্য জুড়ে লকডাউন ঘোষিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করলেন। করোনার কারণে দেশের বেশ কিছু রাজ্যে দোল ও হোলি উৎসব পালনে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!