এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের মানুষকে ভুল বোঝাতে ব্যস্ত মমতা? ভোটব্যাংকের জন্য এ কোন রাজনীতি!

ফের মানুষকে ভুল বোঝাতে ব্যস্ত মমতা? ভোটব্যাংকের জন্য এ কোন রাজনীতি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সিএএ লাগু হওয়ার পর থেকে একজনেরও নাগরিকত্ব গিয়েছে, এইরকম কোনো প্রমাণ দিতে পারবেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু তবুও তিনি বারবার নির্বাচনী প্রচারে কেন্দ্রের বিরুদ্ধে কথা বলবার জন্য এবং সংখ্যালঘুদের ক্ষেপিয়ে তোলবার জন্য এই সিএএর বিরুদ্ধে কথা বলছেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের বিরুদ্ধে সত্য কথা মানুষকে জানিয়েছেন। কিন্তু তবুও এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভোট রাজনীতির জন্য মানুষকে ভুল বুঝিয়েই চলেছেন। আজকেও দিনহাটার মাটি থেকে তিনি সেই রকম কাজ করেছেন বলেই অভিযোগ ভারতীয় জনতা পার্টির।

প্রসঙ্গত, এদিন দিনহাটায় তৃণমূল প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেখানেই সিএএর বিরুদ্ধে আবার মন্তব্য করতে দেখা যায় তাকে। তিনি বলেন, “মাছের মাথাটা হচ্ছে ক্যা, আর মাছের ল্যাজটা হচ্ছে এনআরসি। এটা করলে আপনাদের সবাইকে দেশ থেকে বাইরে বের করে দেবে। শুধুমাত্র মোদী থাকবে, অমিত শাহ থাকবে, আর বিজেপির গুন্ডারা থাকবে।”

একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন, এবার ভোট পাবেন না। কারণ সংখ্যালঘুরা এতদিন ধরে তার কথায় ভুল বুঝেছিলেন‌। কিন্তু সিএএ করে যে কারওর ক্ষতি হয়নি, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। সেই কারণে আবার নতুন করে কেন্দ্রের বিরুদ্ধে মানুষকে ক্ষেপিয়ে তুলে ভোটব্যাংকের রাজনীতি করার আপ্রাণ চেষ্টা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এসব করে লাভের লাভ কিছু হবে না। দিনের শেষে রাজ্য থেকে বড় আসন পাবে ভারতীয় জনতা পার্টি বলেই দাবি বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!