এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দিলীপ ঘোষের চা-চক্র আটকাতে আগের দিনই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল মঞ্চ! অভিযোগের তীর তৃণমূলের দিকে

দিলীপ ঘোষের চা-চক্র আটকাতে আগের দিনই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল মঞ্চ! অভিযোগের তীর তৃণমূলের দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সাথে সাথেই রাজ্যজুড়ে বিভিন্ন সময় শাসক ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক উত্তেজনা টের পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে তৃণমূল ও বিজেপি নাম সর্বাগ্রে আসে। এবার সেরকমই একটি উত্তেজনা সৃষ্টি হল নিমতা থানা দুর্গানগর স্পোটিং ক্লাবের কাছে। প্রসঙ্গত লোকসভা নির্বাচনের পরে দলকে এগিয়ে নিয়ে যেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে বল নামক জনসংযোগকারী একটি কর্মসূচি গ্রহণ করেন।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও তার পরে পরেই চা চক্র কর্মসূচি শুরু করেন জনসংযোগের উদ্দেশ্যে রাজ্য জুড়ে। এদিন এরকমই একটি চা চক্র নিয়ে শুরু হলো গণ্ডগোল। সূত্রের খবর, নিমতা থানার দুর্গানগর স্পোটিং ক্লাবের কাছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের চা চক্রে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেরদিনই এই চা চক্রের মঞ্চ ভেঙে দেওয়া হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গেরুয়া শিবিরের পক্ষ থেকে অভিযোগ উঠেছে তৃণমূলের দিকে।

এবং এই ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতা দীপক বসু এবং তাঁর অনুগামীদের। সূত্রের খবর, রবিবার সকালে নিমতার দুর্গানগর স্পোটিং ক্লাবের সামনে দিলীপ ঘোষের চা-চক্র হওয়ার কথা ছিল। সেই উপলক্ষে মঞ্চও প্রস্তুত হয়ে গিয়েছিল। কিন্তু শনিবার সকালে দেখা যায়, দুর্গানগর স্পোর্টিং ক্লাবের কাছে হঠাৎ করেই বেশ কয়েকজন তৃণমূল কর্মী জড়ো হন। যারা প্রত্যেকেই এলাকার তৃণমূল নেতা দীপক বসুর অনুগামী বলেই পরিচিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হঠাৎ করেই তাঁরা চা চক্রের মঞ্চটি ভাঙচুর করতে শুরু করে। বাধা দিতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে তাঁদের হাতাহাতিও শুরু হয় বলে জানা গেছে। এলাকায় প্রবল উত্তেজনা দেখা দেয়। এই ঘটনায় এক মহিলাসহ 5 জন জখম হয়েছেন বলে খবর। তবে তাঁরা প্রত্যেকেই এই মুহূর্তে সুস্থ। অন্যদিকে অশান্তির খবর পেয়ে পরিস্থিতি আয়ত্তে আনতে নিমতা থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে আসে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত হামলাকারীদের কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গেছে।

অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার দায়ভার পুরোপুরি অস্বীকার করা হয়েছে। এলাকাবাসীরা অবশ্য এই ঘটনায় চূড়ান্ত আতঙ্কিত বলে জানা গেছে। তাঁরা আশঙ্কা করছে, এই ঘটনার জের আরও বহুদূর গড়াবে। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের দাবি, সুস্থ রাজনীতি করতে গেলে এ ধরনের কোন ঘটনা কাম্য নয়। তবে নিমতার ঘটনা নিয়ে রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব আরও প্রবল আকার ধারণ করবে, সে ব্যাপারে নিশ্চিত সবাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!