এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার স্পীকারের বিরুদ্ধে লড়াইতে নামার প্রস্তুতি বিজেপি বিধায়কদের, নেতৃত্বে বিরোধী দলনেতা

এবার স্পীকারের বিরুদ্ধে লড়াইতে নামার প্রস্তুতি বিজেপি বিধায়কদের, নেতৃত্বে বিরোধী দলনেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন ধরেই বিতর্ক শুরু হয়েছিল বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হবেন তা নিয়ে। কার্যত বিধানসভার এই কমিটির চেয়ারম্যান পদটি সবসময় বিরোধীদেরই ছেড়ে দেওয়া হয়। কিন্তু এবার অন্যরকম কিছু ঘটতে পারে বলে আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। আর সেই অনুযায়ী দেখা গেল, বিধানসভার অধিবেশন শেষে মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ঘোষণা করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় গেরুয়া শিবির ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে। তাঁরা স্পিকারের কাছে ব্যাপক বিক্ষোভ দেখিয়ে ওয়াকআউট করেন।

অন্যদিকে এবার স্পিকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে রাজ্য বিজেপি বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ ব্যাপারে কিছুটা ইঙ্গিত দিয়েছেন। কার্যত জানা যাচ্ছে, আগামীকাল থেকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে রীতিমতো আঁটোসাঁটো ব্যবস্থা নিয়ে ময়দানে নামতে চলেছে বিজেপি বিধায়করা। জানা যায়, মঙ্গলবার দুপুরে বিধানসভার নিজের ঘরে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরে খুব সম্ভবত বিধানসভার বাকি কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেবেন বিধায়করা। এরপর স্মারকলিপিসহ তারা পাড়ি দেবেন রাজভবনের দিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বিধানসভার অধ্যক্ষের ভূমিকা নিয়ে বিজেপি বিধায়করা রাজ্যপালের কাছে নালিশ জানাবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, বিরোধিদের অধিকার খর্ব করছেন স্পিকার- এই মর্মে অভিযোগ জানানো হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, মুকুল রায় কিন্তু তৃণমূলে যোগ দিলেও কার্যত এখনো তিনি কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক। গেরুয়া শিবিরের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন আনার কথা বলা হলেও তা এখনো কিন্তু কার্যকর হয়নি। তাই বিধানসভায় কিন্তু বিরোধী আসনেই বসছেন তিনি।

সুতরাং সংগত কারণেই তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়েছেন মুকুল রায় বলে দাবি করছেন রাজনৈতিক মহলের একাংশ। আপাতত বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মুকুল রায়ের বসা নিয়ে যে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে সে কথা বলাইবাহুল্য। শুভেন্দু অধিকারী এবার কোন অস্ত্র প্রয়োগ করেন শাসকদলের বিরুদ্ধে, তা নিয়ে চলছে জোর জল্পনা। পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনকর বিধানসভার স্পিকারের সিদ্ধান্তে আদৌ কোনো ভূমিকা নিতে পারেন কিনা, সেটাও দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!