এখন পড়ছেন
হোম > জাতীয় > কাল আজ মিলিয়ে রাজ্যে ৪ লক্ষ ভ্যাকসিন, টিকাকরণ আরও গতি বাড়বে বলে মত বিশেষজ্ঞমহলে

কাল আজ মিলিয়ে রাজ্যে ৪ লক্ষ ভ্যাকসিন, টিকাকরণ আরও গতি বাড়বে বলে মত বিশেষজ্ঞমহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে করোনার ভ্যাকসিনের প্রচণ্ড অভাব চলছে। যে পরিমাণ ভ্যাকসিন রাজ্যের হাতে রয়েছে, তা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। রাজ্যে ৪৫ বছরের উর্ধ্বের ব্যক্তিদের ভ্যাকসিনেশনের কাজ যেমন চলছে, তেমনি শুরু হয়েছে ১৮ বছরের উর্ধ্বের ভ্যাক্সিনেশন। এই পরিস্থিতিতে গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আরো বেশি পরিমাণে ভ্যাকসিন রাজ্যের কাছে পাঠানোর দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই পরিস্থিতিতে আজ ও কাল দুদিন মিলিয়ে রাজ্যে চারলক্ষ ডোজ ভ্যাকসিন এসে পৌঁছাচ্ছে। যার ফলে ভ্যাকসিনেশনের কিছুটা গতি আসবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২ লক্ষ ডোজ কোভিশিল্ড গতকাল পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। আজ আরও ১ লক্ষ ৮৭ হাজার ৫৪০ ডোজ কোভিশিল্ড রাজ্য কিনতে চলেছে। যার ফলে টিকাকরণের গতি আসবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্যে ভ্যাকসিনের অভাব মেটাতে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেয়া হয়েছে। রাজ্যের পক্ষ থেকে ৬০ কোটি টাকা ভ্যাকসিন কিনতে খরচ করা হচ্ছে, অর্ডার দেয়া হয়েছে ১৮ লক্ষ ডোজ ভ্যাকসিনের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি ১৩ লক্ষ ডোজ ভ্যাকসিন রাজ্যের হাতে এসে পৌঁছেছে। জানা গেছে এখনো পর্যন্ত রাজ্য মোট ৩ কোটি প্রতিষেধক ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত নিয়েছে। জুন মাসের মধ্যে ১২ লক্ষ ডোজ ভ্যাকসিন রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের পক্ষ থেকে যদি দ্রুত ভ্যাকসিন পাঠানো হয়। তবে ৩ মাসের মধ্যে রাজ্যের সমস্ত মানুষকে ভ্যাকসিন প্রদান করা সম্ভব হবে। রাজ্য ১৭.২ লক্ষ ডোজ ভ্যাকসিন কিনেছে। যার জন্য ৬০ কোটি টাকা খরচ করা হয়েছে।

অন্যদিকে দেশে ভ্যাকসিনের প্রচণ্ড অভাব থাকায় ভ্যাকসিনের উৎপাদন বাড়াতে বিশেষ উদ্যোগ নিল ভারত বায়োটেক। ভারত বায়োটেকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বছরে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন বানানোর সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থা। এই সংস্থার হায়দ্রাবাদ ও আঙ্কেলেশ্বরের উৎপাদন কেন্দ্রে ভ্যাকসিন উৎপাদনের কাজ চলবে। কয়েক মাসের মধ্যেই উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ভারত বায়োটেক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!