এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে কি স্কুল খোলা উচিত? কি ভাবছেন কলকাতার ছাত্রদের অভিভাবকরা? জানুন বিস্তারিত ভাবে

করোনা আবহে কি স্কুল খোলা উচিত? কি ভাবছেন কলকাতার ছাত্রদের অভিভাবকরা? জানুন বিস্তারিত ভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ফেব্রুয়ারীতে দেশজুড়ে হাজির হয়েছিল করোনা। সবার প্রথম বন্ধ হয়ে যায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলি। কারণ কোন রাজ্যের সরকারই ছাত্র-ছাত্রীদের জীবন নিয়ে ঝুঁকি নেয়নি। দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ, ক্লাস হচ্ছে অনলাইনে। ইতিমধ্যে পরীক্ষা নিয়ে শুরু হয়েছে নানান বিতর্ক। তার মধ্যেই স্কুল কবে খোলা হবে সেই প্রশ্ন উঠেছে। বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই স্কুল খুলে দেওয়া হয়েছে। অবশ্য প্রথম থেকেই কেন্দ্রীয় সরকার জানিয়ে আসছে স্কুল খুললেও নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন-পাঠন হবে।

কিন্তু অন্যান্য রাজ্য স্কুল খোলার ঝুঁকি নিলেও পশ্চিমবঙ্গে কিন্তু এখনো পর্যন্ত কোনো স্কুল খোলেনি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল বন্ধ থাকবে। এরপরেই প্রশ্ন উঠেছে, তাহলে কি অক্টোবর মাসে স্কুল খুলতে চলেছে? কিন্তু ইতিমধ্যে কলকাতার অভিভাবকদের মধ্যে একটি সমীক্ষা চালিয়ে দেখা গেছে, বেশিরভাগ অভিভাবকরাই স্কুল না খোলার দিকেই ইঙ্গিত করেছেন। তবে জানা যাচ্ছে, স্কুল খুললেও স্কুলের তরফ থেকে একগুচ্ছ সাবধানতা অবলম্বন করা হচ্ছে। জানা যাচ্ছে, স্কুল খুললে মাক্স এবং গ্লাভস পরা বাধ্যতামূলক হবে। স্যানিটাইজেশনের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে স্কুলে। একশ্রেণীর সকলকে একদিনে না ডেকে ছোট ছোট গ্রুপ করে ক্লাস করানো হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তা সত্ত্বেও 90% অভিভাবক জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে স্কুল খোলার কোনো যৌক্তিকতা নেই। তাঁদের মতে, আরো বেশ কিছুদিন অপেক্ষা করা প্রয়োজন। কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে কয়েকটি রাজ্য স্কুল খুললেও বেশিরভাগ রাজ্যে কিন্তু এখনো পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশ জারী করে রেখেছেন। অন্যদিকে কেন্দ্রের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে, একুশে সেপ্টেম্বর থেকে স্কুল খোলা বাধ্যতামূলক নয়। আগেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল স্কুল খুললেও 50% শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীসহ স্কুল খুলবে শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য।

এবং স্কুলে আসার সময় প্রত্যেক পড়ুয়ার সঙ্গে অভিভাবকের অনুমতি পত্র থাকতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বরাবরই রাজ্য সরকার করোনা আবহে স্কুল বন্ধ রাখার দিকেই ইঙ্গিত দিয়েছেন। একইভাবে অভিভাবকেরাও প্রশাসনের সঙ্গে একমত হয়েছেন। তবে পড়ুয়াদের মনে বড়ই দুঃখ। কারণ একঘেয়েমি গ্রাস করছে তাঁদের। স্কুলের মাঠের ছোটাছুটি নেই, বন্ধ ক্লাসরুমের দরজা। স্বাভাবিকভাবেই অনলাইনে তাঁরা খুশী নয় বলে জানা যাচ্ছে। তবে আশা করা যাচ্ছে, করোনা পরিস্থিতি এখন একটু একটু করে স্বাভাবিক হচ্ছে। তাই স্কুল খোলার দিকেও এবার ইতিবাচক ইঙ্গিত মিলতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!