এখন পড়ছেন
হোম > অন্যান্য > স্বাধীনতা দিবসের দিন কি দলের সঙ্গে আরও ‘দূরত্ব’ বাড়িয়ে নেবেন শুভেন্দু অধিকারী? জল্পনা চরমে

স্বাধীনতা দিবসের দিন কি দলের সঙ্গে আরও ‘দূরত্ব’ বাড়িয়ে নেবেন শুভেন্দু অধিকারী? জল্পনা চরমে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে তথা দলের সংগঠনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের মধ্যে অন্যতম একটি বিষয় হলো তৃণমূল কংগ্রেসের জেলা পর্যবেক্ষক পদের বিলুপ্তি। আর এর ফলেই মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক থেকে অপসারিত হয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বর্তমান পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

আর এর ফলেই দলের এই দাপুটে নেতা তথা পরিবহনমন্ত্রী তৃণমূলে কিছুটা কোনঠাসা হয়ে পড়েছেন বলে বিভিন্ন রাজনৈতিক মহলের অভিমত। এই পরিস্থিতিতে চলতি বছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি কি কি করতে চলেছেন? বা তাঁর দলের প্রতি কি কি বক্তব্য রাখতে চলেছেন দিকেই দৃষ্টি রয়েছে সকলের।

প্রসঙ্গত প্রতিবছর এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠনকে বিভিন্নভাবে সাহায্য দান করে থাকেন এই পরিবহনমন্ত্রী। সেই সঙ্গে স্বাধীনতা দিবসের মধ্যরাতে তমলুক শহরের রাজ ময়দানে জাতীয় পতাকাও উত্তোলন করেন তিনি। আপাতভাবে তাঁর এই কার্যাবলীগুলির মধ্যে রাজনীতির সেরকম স্পর্শ খুঁজে পাওয়া যায় না, কিন্তু প্রচ্ছন্নভাবে রাজনীতি, তথা নিজদলের প্রভাব থেকেই যায়।

প্রসঙ্গত, প্রতিবছরের এই অনুষ্ঠানগুলির কোন ব্যতিক্রম দেখা যায়না। কিন্তু এবারের পরিস্থিতি অনেকটাই আলাদা। একে তো করোনার সংক্রমণ, যার জন্য সামাজিক দূরত্ব এর বিধি বলবৎ থাকায় অনুষ্ঠান সংক্ষিপ্ত করা করার একটা ব্যাপার আছে। তবে তৃণমূল কংগ্রেসের একাংশের মতে, এবারের অনুষ্ঠানেও কোন নড়চড় হবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে করোনা বিধির কারণে তা কিছুটা সংক্ষিপ্ত অবশ্যই হবে। এবারেও তমলুক রাজ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। সূত্রে জানান হয়েছে, পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ১৪ ই আগস্ট সন্ধ্যায় আরম্ভ করতে চলেছেন এই সংক্ষিপ্ত সংস্কৃতিক অনুষ্ঠান। মধ্যরাতে যথারীতি জাতীয় পতাকাও উত্তোলন করবেন পরিবহন মন্ত্রী।

উক্ত অনুষ্ঠানের আয়োজক কমিটির অন্যতম সদস্য সেইসঙ্গে তমলুক পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন বলেন এই অনুষ্ঠান প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ঘিরে রাজময়দানে জমায়েত এড়াতে আমন্ত্রণ সীমিত রাখা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে বসার ব্যবস্থা হচ্ছে। এ বারও মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলন করবেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলার ৩০০টি ক্লাব, পাঁচটি পুরসভা ও পাঁচটি পঞ্চায়েত সমিতির প্রতিনিধিদের হাতে পালস অক্সিমিটার, প্রেসার পরিমাপক যন্ত্র, ডিজিটাল থার্মোমিটার, মাস্ক প্রভৃতি সামগ্রী তুলে দেবেন তিনি।”

প্রসঙ্গত, ভিন্ন মহল থেকে যখন দাবি করা হচ্ছে যে, একাধিক কারণের ফলশ্রুতি হিসেবে পরিবহনমন্ত্রীর প্রভাব তাঁর দলে এখন আর আগের মতো নেই, সেই পরিবেশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তাঁর দলকে কোন বিশেষ বার্তা দিতে চলেছেন কিনা। কিংবা স্বাধীনতা দিবসের দিনে বিশেষ কোন দলীয় কর্মসূচিতে যোগ দিতে চলেছেন কিনা সেটা নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে একাধিক প্রশ্ন তথা চাপানউতর।

খোদ তৃণমূল দলের একাংশের মধ্যেই শুরু হয়ে গেছে নানা গুঞ্জন। তবে, এই গুঞ্জন বা চাপানউতরকে তেমন একটা গুরুত্ব দিতে নারাজ পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সভাপতি শিশির অধিকারী। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘‘করোনা সতর্কতা বিধি মেনে জেলার প্রতিটি এলাকায় দলীয়ভাবে স্বাধীনতা দিবস উদ‌যাপন করতে নির্দেশ দেওয়া হয়েছে। দলের স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা এ বিষয়ে উদ্যোগী হবেন। আমি কাঁথিতে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেব। শুভেন্দুবাবুও স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। রাজনৈতিক ও অরাজনৈতিক উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে।’’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!